সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার চালকহীন গাড়ি আনতে চলেছে উবের। নতুন উবের পরিষেবায় গুগল কারের মতো চালকহীন গাড়ি বাজারে আনতে চলেছে উবের। গত বৃহস্পতিবার এই চালকহীন গাড়ির উদ্বোধন করা হয় পিটসবার্গে। আধুনিক প্রযুক্তিতে চলা এই চালকবিহীন গাড়ি টেক্কা দেবে গুগল, অ্যাপলের উন্নত প্রযুক্তির চালকবিহীন গাড়িগুলিকে।
পিটসবার্গ অ্যাডভান্সড টেকনোলজিস সেন্টার এবং কারনেজিক মেলন ইউনিভার্সিটি’র মিলিত প্রচেষ্টায় এই নয়া গাড়ি বাজারে আসতে চলেছে।
ফোর্ড গাড়িকে ব্যবহার করেই উবেরের এই চালকবিহীন গাড়ির পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।
বিদেশে আগামী কয়েকদিনের মধ্যেই চালু হতে চলেছে এই পরিষেবা। কিন্তু ভারতে এই পরিষেবা কবে চালু হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
The post চালকহীন গাড়ি আনতে চলেছে উবের! appeared first on Sangbad Pratidin.