shono
Advertisement

যুব বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল, ব্রাত্য বাংলা

দেখে নিন ঘোষিত দল।
Posted: 08:02 PM Dec 12, 2023Updated: 08:05 PM Dec 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (Under 19 World Cup) জন্য ভারতের যুব দল ঘোষিত হল। বিসিসিআই যে ১৫ জনের দল ঘোষণা করেছে, সেই দলে নেই বাংলার কেউ। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভারতের (Indian Cricket Team) যুব দলকে নেতৃত্ব দেবেন পাঞ্জাবের উদয় সাহারন।
এই মুহূর্তে ভারতের অনূর্ধ্ব ১৯ দল সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ খেলতে ব্যস্ত। সেই দলকে নেতৃত্ব দিচ্ছেন উদয়। এদিকে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট।
ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। ত্রিদেশীয় সিরিজের দল এবং যুব বিশ্বকাপের দল একই।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের বল গড়াবে ১৯ জানুয়ারি। সেদিন মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। একই দিনে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের (India) প্রথম খেলা ২০ জানুয়ারি। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। প্রতিবেশি দেশ ২০২০ সালের চ্যাম্পিয়ন। ২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। মেগাফাইনাল হবে বেনোনিতে। মোট ১৬টি দল অংশ নেবে এই মেগা টুর্নামেন্টে। ৫ টি ভেন্যুতে মোট ৪১ টি ম্যাচ হবে।
এ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

Advertisement

যুব বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল– আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ূর প্যাটেল, শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, উদয় সাহরন (অধিনায়ক), আরাভেল্লি অবিনাশ রাও (উইকেট কিপার), সৌমি কুমার পাণ্ডে, মুরুগান অভিষেক, ইনেশ মহাজন (উইকেট রক্ষক), ধনুষ গৌড়া, আরাধ্য শুক্লা, রাজ লিম্বানি, নমন তিওয়ারি। 

ত্রিদেশীয় সিরিজের জন্য স্ট্যান্ড বাই-প্রেম দেবকর, অংশ গোসাই, মহম্মদ আমান।

ব্যাক আপ-দিগ্বিজয় পাটিল, জয়ন্ত গোয়াত, পি ভিগনেশ, কিরণ চরমালে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement