shono
Advertisement
UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপবিন্যাস চূড়ান্ত, রোনাল্ডোকে বিশেষ সম্মান দিল উয়েফা

নয়া অবতারে আত্মপ্রকাশ হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের।
Published By: Subhajit MandalPosted: 12:00 AM Aug 30, 2024Updated: 12:00 AM Aug 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া অবতারে আত্মপ্রকাশ হতে চলেছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। এতদিন এই মেগা টুর্নামেন্ট খেলত ৩২টি দল। ৮টি গ্রুপে চারটি করে দলে ভাগ করা হত। এবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে ৩৬টি দল।

Advertisement

প্রথাগতভাবে আলাদা আলাদা গ্রুপ না করে ৩৬টি দলকে চারটি আলাদা আলাদা 'পটে' রাখা হয়েছে। প্রতিটি পটে ৯টি করে দল থাকবে। প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। চারটি পট থেকেই দুটি করে দলের বিরুদ্ধে খেলতে হবে প্রতিটি দলকে। যার মধ্যে চারটি হোম ম্যাচ, চারটি অ্যাওয়ে ম্যাচ। এই প্রথম পুরো গ্রুপ বিন্যাস হয়েছে সফটওয়্যারের মাধ্যমে। যার সূচনা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন উয়েফার তরফে রোনাল্ডোকে বিশেষ সম্মানও দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বাতিল ডার্বির টিকিটের দাম ফেরত কীভাবে? জানিয়ে দিল ডুরান্ড কর্তৃপক্ষ]

'পট' একে যেমন রয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, প্যারিস সাঁ জাঁ, লিভারপুল, ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড, আরবি লিপজিগ এবং বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে খেলতে হবে, বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, সালসবার্গ, লাইল, স্টুটগার্ট এবং ব্রেস্টের বিরুদ্ধে। তুলনায় কঠিন বার্সেলোনার প্রতিপক্ষ। বার্সাকে খেলতে হবে, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আটালান্টা, বেনফিকা, ইয়ং বয়েজ, ক্রেভেনা জেভেদা, ব্রেস্ট এবং মোনাকোর বিরুদ্ধে। ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ ইন্টার, পিএসজি, জুভেন্তাস, ফেয়েনুর্ড, স্পোর্টিং লিসবন, স্পার্টা প্রাগ, ব্রাতিস্লাভা। লিভারপুলকে আবার খেলতে হবে, রিয়াল মাদ্রিদ, লিপজিগ, লেভারকুসেন, মিলান, লাইল, পিএসভি, বোলগনা এবং জিরোনার বিরুদ্ধে।

[আরও পড়ুন: ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে আসা প্রায় নিশ্চিত’, জোর দিয়ে বলছেন প্রাক্তন পাক অধিনায়ক]

জটিল এই ড্রয়ের দিনই রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশেষ সম্মান জানিয়েছে উয়েফা। উয়েফা প্রসিডেন্ট আলেকজান্ডার সেফ্রিন চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য রোনাল্ডোর হাতে বিশেষ ট্রফি তুলে দেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ১৪০। দ্বিতীয় স্থানে থাকা মেসির গোলসংখ্যা ১২৯। রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাস-সহ মোট চার ক্লাবের হয়ে ১৮৩টি ম্যাচ খেলেছেন সি আর। পাঁচবার এই ট্রফি জিতেছেন পর্তুগিজ সুপারস্টার। সাতবার তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নয়া অবতারে আত্মপ্রকাশ হতে চলেছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের।
  • এতদিন এই মেগা টুর্নামেন্ট খেলতে ৩২টি দল। ৮টি গ্রুপে চারটি করে দলে ভাগ করা হত।
  • এবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে ৩৬টি দল।
Advertisement