shono
Advertisement

‘ভুয়ো’বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল UGC

UGC ও AICTE-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেই তালিকা৷ The post ‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল UGC appeared first on Sangbad Pratidin.
Posted: 01:56 PM Mar 21, 2017Updated: 08:26 AM Mar 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশের কলেজ পড়ুয়াদের জন্য দুঃসংবাদ৷ দেশের মোট ২৩টি বিশ্ববিদ্যালয় এবং ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো বা ‘ফেক’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন(ইউজিসি)৷

Advertisement

[কবিতা নিয়ে বিতর্ক, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হল এফআইআর]

সম্প্রতি প্রকাশিত সেই তালিকায় সবার উপরে রয়েছে দিল্লি৷ ইউজিসি-র রিপোর্ট অনুযায়ী, দিল্লির মোট ৬৬টি কজেলেরই কোনও আইনি স্বীকৃতি নেই৷ কলকাতার দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও রয়েছে তালিকায়৷ এছাড়া উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুর বেশ কয়েকটি কলেজকে ‘ভুয়ো’ আখ্যা দেওয়া হয়েছে৷ এই ধরনের কলেজগুলির ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেওয়ার অনুমতি পায় না৷ তাই এসব কলেজ থেকে কোনও কোর্সের সার্টিফিকেট পেলেও তা গ্রাহ্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ কমিশনের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু নীতি-নিয়ম পালন না করার জন্যই এগুলিকে ‘ভুয়া’ আখ্যা দেওয়া হয়েছে৷

[আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের]

যেসব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে UGC স্বীকৃতি দেয়নি, তাদের তালিকা UGC ও AICTE-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে৷ www.ugc.ac.in এবং www.aicte-india.org গেলেই পড়ুয়ারা দেখে নিতে পারবেন তাঁদের কলেজ ‘ভুয়ো’ আখ্যা পেয়েছে কি না৷

The post ‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল UGC appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement