shono
Advertisement

কর্মী চাই, মলের গন্ধ শোঁকাই কাজ! মাস মাইনে দেড় লক্ষ টাকা

প্রখর হতে হবে কর্মীর ঘ্রাণেন্দ্রিয়, জানিয়েছে সংস্থা।
Posted: 08:13 PM Feb 26, 2023Updated: 08:13 PM Feb 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় লক্ষ মাস মাইনে। কাজটাও মোটের উপর ‘সহজ’। কিন্তু কাজের বিষয়ে জেনেই নাকেমুখে হাত চেপে পালাচ্ছেন সকলে। এমনটা কেন? কারণ একাজ অতিরিক্ত অভিনব। মানুষের মল শুঁকে পেটের অবস্থা সম্পর্ক জানাতে হবে। ‘ফিল কমপ্লিট’ নামের লন্ডনের (London) একটি পুষ্টিবিষয়ক গবেষণা সংস্থা এমন কাজের জন্য কর্মী খুঁজছে। ইংরেজিতে এই পেশার নাম ‘পুমমেলিয়ার’। বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। আপাতত পাঁচজন কর্মী চাই। শুরুতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে স্থায়ী হবেন একজন। বিশ্বে এই প্রথম এমন পদের জন্য কর্মী নিয়োগ হচ্ছে।

Advertisement

যার পেট ভাল তার সব ভাল। অন্ত্রের স্বাস্থ্যের উপরেই মানুষের শারীরিক সুস্থতা নির্ভর করে, বলেন চিকিৎসকরা। কিন্তু তা বোঝা যাবে কীভাবে? বিশেষজ্ঞদের বক্তব্য, এটা বোঝার অন্যতম উপায় হল বিষ্ঠা। মলের রং, গন্ধ বলে দেয় মানুষটির হজমের সমস্যা আছে কিনা। যেমন, গন্ধযুক্ত মল অস্বাভাবিক না। কিন্তু গন্ধের তীব্রতা বলে দেয় শরীর কতটা ভাল বা মন্দ। এছাড়া মলের সঙ্গে রক্ত বেরোনোও পেটের মারাত্মক সমস্যার লক্ষণ হতে পারে। আর যেহেতু পেটের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে থাকে ‘ফিল কমপ্লিট’, সেই কারণেই তারা এমন একজন কর্মী খুঁজছে, যে মলের গন্ধ শুঁকে রোগীর স্বাস্থ্যের প্রাথমকি ধারণা দেবে।

[আরও পড়ুন: অলৌকিক? ২০ ফুট গভীর কুয়োতে পড়েও জীবিত সদ্যোজাত, রাতভর ফণা তুলে পাহারায় সাপ]

সংস্থার সিইও জানিয়েছেন, যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার বিষয়, ফলে এই কাজের জন্য দক্ষ কর্মী চাইছেন তাঁরা। পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে, চাকরির আবেদন করতে চাইলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। প্রখর হতে হবে ঘ্রাণেন্দ্রিয়। কর্মীর বেতন হবে মাসে দেড় লক্ষ টাকা। মোটা বেতনের লোভে কি বিষ্ঠার গন্ধ শুঁকতে রাজি হবে লোকে? তা অবশ্য সময়ই বলবে।

[আরও পড়ুন: কর্মব্যস্ত অফিসে ঢুকে পড়ল সিংহ! পশুরাজকে দেখে জ্ঞান হারানোর জোগাড় কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার