shono
Advertisement

ব্রিটেনের নির্বাচনে ভাগ্যপরীক্ষা বাঙালির, কনজারভেটিভদের হয়ে লড়বেন সঞ্জয় সেন

'অয়েল অ্যান্ড গ্যাস অথরিটি' সংস্থার শীর্ষ পদে কর্মরত সঞ্জয়। The post ব্রিটেনের নির্বাচনে ভাগ্যপরীক্ষা বাঙালির, কনজারভেটিভদের হয়ে লড়বেন সঞ্জয় সেন appeared first on Sangbad Pratidin.
Posted: 12:06 PM Nov 16, 2019Updated: 12:07 PM Nov 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রেক্সিট ডামাডোলেই সাধারণ নির্বাচনের দিকে এগোচ্ছে ব্রিটেন৷ হাতে সময় এক মাসেরও কম৷ কনজারভেটিভ ও লেবার দুই দলেরই প্রচার তুঙ্গে৷ এরমধ্যেই নয়া চমক দিল ওয়েলস কনজারভেটিভ পার্টি৷ অ্যালিন ও ডিসাইড আসনে প্রার্থী হিসেবে এক বাঙালি বংশোদ্ভূত সঞ্জয় সেনের নাম ঘোষণা করল তারা।

Advertisement

আগামী মাসেই ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ ওয়েলসের ৪০টি আশনেই প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ ও বিরোধী লেবার পার্টি৷ পাশাপাশি, ৩২টি আসনে প্রার্থী দিয়েছে নাইজেল ফারাজের ব্রেক্সিট পার্টি৷ তবে ২০১৭ সালে যে সমস্ত আসনে টোরিরা জয়ী হয়েছিলেন, ওই আসনগুলিতে লড়াই করবে না বলে ঠিক করছেন ডানপন্থী নেতা ফারাজ৷ এহেন পরিস্থিতিতে নয়া চমক দিয়ে ওয়েলসের অ্যালিন ও ডিসাইড আসনে প্রার্থী হিসেবে এক বাঙালি বংশোদ্ভূত সঞ্জয় সেনের নাম ঘোষণা করল কনজারভেটিভ পার্টি৷ ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন৷ উল্লেখ্য, ব্রেক্সিট নিয়ে চলা চাপানউতোরের মধ্যেই ভাগ্যপরীক্ষা হতে চলেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের৷ তবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পক্ষে লড়াই সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা৷

বর্তমানে লন্ডনের ‘অয়েল অ্যান্ড গ্যাস অথরিটি’ সংস্থার শীর্ষ পদে কর্মরত সঞ্জয় সেন। ২০১৯ সালে বিবিসির ক্যুইজ শো ‘মাস্টারমাইন্ড’-এর সেমিফাইনালেও উঠেছিলেন। তবে রাজনীতির আঙিনায় তাঁর প্রবেশ নতুন নয়৷ এর আগে, ২০১৫ সালের সাধারণ নির্বাচনে অ্যাবেরডিন নর্থ আসন থেকে লড়াই করেছিলেন তিনি৷ তবে সেবারে জয়ী হতে পারেননি সঞ্জয়৷ এবার স্থানীয় ইস্যুগুলিকে পাখির চোখ করে নতুন উদ্যমে প্রচারে নেমে পড়েছেন তিনি। প্রসঙ্গত, ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূতদের রাজনটিইক প্রভাব যথেষ্ট৷ ফলে এবার এবারের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতএমপিদের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ এদিকে, ভারতীয় জনসংখ্যা বেশি থাকা কেন্দ্রে যথেষ্ট সংখ্যক ভারতীয় বংশোদ্ভূতকে মনোনয়ন না দেওয়ায় লেবার পার্টির তীব্র সমালোচনা করেছেন অনেকেই৷

[আরও পড়ুন: স্বামীরা বন্দি, চিনা পুরুষদের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করা হচ্ছে মুসলিম মহিলাদের]

The post ব্রিটেনের নির্বাচনে ভাগ্যপরীক্ষা বাঙালির, কনজারভেটিভদের হয়ে লড়বেন সঞ্জয় সেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার