shono
Advertisement

পোস্টারে সুনাক-জেলেনস্কি, জি-২০ সামিটে ইউক্রেনের হয়ে লড়বে ব্রিটেন!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া জি-২০ সামিটে।
Posted: 08:32 PM Sep 08, 2023Updated: 08:32 PM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া জি-২০ সামিটে। রুশ প্রেসিডেন্ট পুতিনের ‘গাজোয়ারি’ রুখতে ভারতের হস্তক্ষেপ চাইল ব্রিটেন। বহুচর্চিত এই সম্মেলনের আগে বিশেষ পোস্টার প্রকাশ করেছে ব্রিটিশ প্রশাসন। 

Advertisement

ইতিমধ্যে দিল্লিতে পা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এদিনই জি-২০ নিয়ে বিশেষ একটি পোস্টার প্রকাশিত হয়েছে তাঁর কার্যালয়ের তরফে। যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে পোস্টারে লেখা ‘গ্লোবাল ফুড সিকিউরিটি’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে দুনিয়াজুড়ে যে খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হয়েছে, তা আটকাতে এই পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। কিয়েভের পাশে দাঁড়িয়ে মস্কোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জি-২০ মঞ্চকে হাতিয়ার করেছে ব্রিটিশ প্রশাসন। 

[আরও পড়ুন: জি-২০ দেখবে ভারত-চিন দ্বৈরথ! আসিয়ানে সুর বাঁধলেন মোদি]

এ বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি টুইট রিপোস্ট করে সুনাক লেখেন, “জি-২০ সম্মেলনে আমার লক্ষ্য স্পষ্ট। বিশ্ব অর্থনীতির স্থিতাবস্থা, পারস্পরিক সম্পর্কের উন্নতি ও দুর্বল দেশগুলিকে সাহায্য করা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ সামিট এড়িয়ে গেলেও আমরা ইউক্রেনের পাশে থাকব।” এরপর সুনাকের মুখপাত্র বলেন,”বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ঠিক করার বিষয়ে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।” 

উল্লেখ্য, বছর দেড়েক পেরিয়ে গিয়েছে রাশিয়া ও ইউক্রেনের এই রক্তক্ষয়ী সংঘাতের। আক্রমণ-পালটা আক্রমণে ক্রমশ চড়ছে যুদ্ধের পারদ। এখনও এই যুদ্ধের কোনও রফাসূত্র পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে অনেক দেশই পুতিন ও জেলেনেস্কিকে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছে। যার মধ্যে ভারতও রয়েছে। এ বিষয়ে দু’দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই একাধিকবার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। 

[আরও পড়ুন: জি-২০ বৈঠকের আগে করোনার থাবা, আক্রান্ত স্পেনের প্রেসিডেন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement