সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিক্ষুকের মতো বারবার আবেদন করার পরও কোনও পদক্ষেপ নেই। আপনারা কি আমাদের মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে চান? উদ্ধারকাজ নিয়ে ফের বিস্ফোরক ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের প্রতিনিধি হিসাবে পূজা প্রহরাজ নামের এক ছাত্রী টুইট করে বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। সরকারের প্রতি নিরাশ হয়ে তিনি অভিনেতা সোনু সুদের (Sonu Sood) দ্বারস্থ হয়েছেন। জানতে চেয়েছেন, অভিনেতা কোনওভাবে তাঁদের সাহায্য করতে পারবেন কিনা।
বস্তুত, অপারেশন গঙ্গা (Operation Ganga) নিয়ে কেন্দ্র সরকার যতই বড়াই করুক, বাস্তব বলছে এখনও পর্যন্ত ভারতীয় পড়ুয়াদের মাত্র কয়েক শতাংশকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। যে কারণেই হোক, এখনও যুদ্ধবিধ্বস্ত বিপদসংকুল এলাকায় আটকে হাজার হাজার ভারতীয় পড়ুয়া। তাঁদের যে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা আগেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ভারতীয়রা। বুধবার ভারতীয় পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানাগোদারের (Naveen Shekharappa Gyanagoudar) মৃত্যুর পর ক্ষোভ আরও বেড়েছে ভারতীয়দের মধ্যে।
[আরও পড়ুন: নেই যুদ্ধের প্রভাব, কলকাতা বইমেলার শুরুতেই রাশিয়ার স্টলে ভিড়]
ভারতীয় পড়ুয়াদের কো-অর্ডিনেটর পূজা এদিন টুইট করে বলেছেন,”গত ছ’দিন ধরে আমরা ভারত সরকারের কাছে ভিক্ষা চাইছি। কিন্তু সরকার কোনও ব্যবস্থাই নেয়নি। এখনও পর্যন্ত সরকারের তরফে একটা কোনও পদক্ষেপ করা হয়নি। আজ একজনের প্রাণ গিয়েছে। কাল ১০০ জন মারা যাবে, তারপর হাজারজন। আপনারা কি আমাদের ৪ হাজার জনের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন?” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরকে (S Jaishankar) নিজের টুইটে মেনশনও করেছেন পূজা।
[আরও পড়ুন: বইমেলার ব্যানারে নেতাজির ‘মৃত্যুদিন’, তুঙ্গে বিতর্ক, কাঠগড়ায় গিল্ড]
বস্তুত, ভারত সরকার পড়ুয়াদের ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ নামের অভিযান শুরু করলেও এখনও পর্যন্ত সরকারি হিসাবে মাত্র ২০০ হাজার জন পড়ুয়াকে ফেরানো গিয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরাও। প্রাক্তন অর্থমন্ত্রী তথা তৃণমূলের সহ-সভাপতি যশবন্ত সিনহা (Yashawant Sinha) বলছেন, সরকার আগেই জানত এই পরিস্থিতি হবে। তাহলে এত ঢিলেমি কেন? ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকলেও ভারতীয় দূতাবাসের উচিত ছিল আগেভাগে সব ভারতবাসীকে সীমান্তে পাঠানোর। এতদিন বাদে সরকার চারজন মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠিয়েছে, এটা তো আরও আগে করা উচিত ছিল। আজ ভারত সরকারের মানসিকতার জন্য, ইউক্রেনের সেনাদের হাতে হেনস্তা হতে হচ্ছে ভারতীয় পড়ুয়াদের।”