সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে ফের আছড়ে পড়ল একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সোমবার ৫০টিরও বেশি মিসাইল হামলা হয়েছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ-সহ অন্যান্য অঞ্চলে। হামলার খবর মিলেছে দেশের উত্তর, পূর্ব এবং মধ্যভাগের শহরগুলি থেকে।
মিসাইল হামলার জেরে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কিয়েভেরই। রাজধানী শহরটির বেশিরভাগ অংশই বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে, জলসংকটও দেখা দিয়েছে। কিয়েভের পাশাপাশি উত্তর-পূর্ব শহর খারকভেও হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের (Ukraine) উপর মিসাইল হামলার অভিঘাত বাড়িয়ে দিয়েছে মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের মাটিতে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। যুদ্ধের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক এলাকা। মৃত্যু হয়েছে বহু মানুষের। সম্প্রতি পরমাণু হামলার মহড়াও শুরু করেছে রুশ সেনা।
[আরও পড়ুন: শিক্ষাক্ষেত্রে জাতি সংরক্ষণের বিরুদ্ধে মামলা আমেরিকায়, প্রতিবাদ হার্ভার্ডের সংখ্যালঘু পড়ুয়াদের]
ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাশিয়ার (Russia) ছোঁড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই মিসাইল ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছে। তবে দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, ইউক্রেনের সাতটি প্রদেশের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্চক জানিয়েছেন, কিয়েভের ৮০ শতাংশ বাসিন্দার পানীয় জলের জোগান বন্ধ্ হয়ে গিয়েছে। প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ঘরে ফের বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছেন ইঞ্জিনিয়াররা।
উল্লেখ্য, গত শনিবার ক্রাইমিয়া অঞ্চলে ড্রোন হানা চালায় ইউক্রেন বলে অভিযোগ করেছে রাশিয়া। ইউক্রেনীয় ড্রোনগুলির নিশানায় রুশ নৌসেনার ব্ল্যাক সি ফ্লিট বা কৃষ্ণসাগরের নৌবহর ছিল বলে অভিযোগ করে রুশ ফৌজ। সিএনএন-কে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, এবার শীতের মরশুমকে হাতিয়ার করছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্র ও জল জোগানের পরিকাঠামো ধ্বংস করে প্রবল শীতের মুখে ইউক্রেনকে বেকায়দায় ফেলতে চাইছে রুশ ফৌজ। এদিকে, রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রপ্তানির চুক্তি থেকে বেরিয়ে এসেছে। ফলে ইউক্রেনের বদরে আটকে রয়েছে শস্য বোঝাই জাহাজ।
প্রসঙ্গত, প্রায় আট মাস ধরে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। কিন্তু কিছুতেই বাগে আনতে পারছে না দেশটিকে। কিয়েভের অভিযোগ, এবার আমজনতাকে ‘কামিকাজে ড্রোনে’র মাধ্যমে নিশানা করছে হতাশাগ্রস্ত পুতিন বাহিনী। কয়েকদিন আগেই কিয়েভ-সহ একাধিক শহরের বুকে আকাশ থেকে মৃত্যুদূতের মতো ঝাঁকে ঝাঁকে নেমে আসে বিস্ফোরক ঠাসা চালকবিহীন উড়ন্ত যানগুলি। প্রাণ হারান অনেকেই।