shono
Advertisement

‘তোমাকে বিছানায় চাই’, ইউক্রেনে পা রেখেই সুন্দরীদের কুপ্রস্তাব রুশ সেনার!

ব্যক্তিগত মেসেজে নাকি অশালীন ছবিও পাঠানো হচ্ছে।
Posted: 09:35 PM Feb 25, 2022Updated: 10:08 PM Feb 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী। পালটা মার দিচ্ছে ইউক্রেনও (Ukraine)। এই ধুন্ধুমার পরিস্থিতির মধ্যেই সমস্যায় পড়েছেন ইউক্রেনের যুবতীরা। সূত্রের খবর মানলে, ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি তাঁদের কুপ্রস্তাব দেওয়া হচ্ছে রুশ সেনাদের প্রোফাইল থেকে। ‘তোমাকে বিছানায় চাই’, এমন কথাও নাকি লেখা হচ্ছে সেই সব মেসেজে।

Advertisement

ছবি: টুইটার থেকে সংগৃহীত।

রাস্তায় রাস্তায় যখন তুমুল সংঘর্ষের আবহ, তখন টিন্ডারে এই সমস্যায় একাধিক ইউক্রেন সুন্দরীকে পড়তে হচ্ছে। এঁদের মধ্যে দাসা সিনলেনিকোভা নামের একজনের নাম আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের বাসিন্দা দাসা পেশায় ভিডিও প্রডিউসার। তাঁর কথা মানলে, টিন্ডারে ক্রমাগত প্রেম, প্রণয়, শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। সামরিক পোশাকেই নিজেদের ছবি দিয়ে রাখছেন রুশ সেনারা। সেই প্রোফাইলগুলি থেকেই আসছে কুপ্রস্তাব। 

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে রাশিয়ার ক্ষমতা খর্বের পথে আমেরিকা, বৈঠকে নিয়ম সংশোধন নিয়ে আলোচনা]

শোনা যাচ্ছে, বেছে বেছে সুন্দরীদের প্রোফাইলে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়ে অর্ধনগ্ন ছবিও পাঠানো হচ্ছে ব্যক্তিগত মেসেজে। এমন অভিজ্ঞতার পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইউক্রেনের মহিলারা। অনেকেই নিজেদের টিন্ডার প্রোফাইলে লোকেশন বদলে দিচ্ছেন। যেখানে থাকেন, সেই জায়গার উল্লেখ না করে অন্য কোনও লোকেশনের উল্লেখ করেছেন। 

ছবি: প্রতীকী

দাসা জানান, আন্দ্রে নামের এক রুশ সেনা তাঁকে টিন্ডারে প্রেম প্রস্তাব দেন। কৌতূহলের বশে তাঁর সঙ্গে কিছুক্ষণ টিন্ডারে কথা বলেছিলেন দাসা। আন্দ্রে দাবি করেন, তিনি আসলে পেশায় ইঞ্জিনিয়ার এবং বেলগোরদের বাসিন্দা। বেড়াতে খুবই ভালবাসেন। ২০১৪ সালে ইউক্রেনের খারকভে বেড়াতে এসেছিলেন। খুবই ভাল লেগেছিল। অন্যান্য দেশেও বেড়াতে যাওয়ার ইচ্ছে রয়েছে। তবে এখন পরিস্থিতি খারাপ বলে ভিসা পাবেন না। এদিকে প্রোফাইলে কালাশনিকভ হাতে ছবি দিয়ে রেখেছেন আন্দ্রে। দাসার অনুমান, এভাবে মন রাখার মতো কথা বলেও ইউক্রেনের সুন্দরীদের ফাঁসাতে চাইছেন রুশ সেনারা। 

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে প্রিয়াঙ্কা চোপড়া, সাহায্যের কাতর আরজি অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement