shono
Advertisement

জার্মান বিদেশমন্ত্রীর আচমকা ইউক্রেন সফরের পরই খারকভে প্রবল বোমাবর্ষণ রুশ বাহিনীর

রুশ আগ্রাসন রুখে দেওয়ার বার্তা জেলেনস্কির।
Posted: 11:00 AM Jan 11, 2023Updated: 11:00 AM Jan 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে (Ukraine) জার্মান বিদেশমন্ত্রী অ্যানালিনা বেয়ারবোকের আকস্মিক সফরের পরই খারকভে ভয়ংকর হামলা করল রুশ বাহিনী। ইউক্রেনের শীর্ষ কূটনীতিক দিমেত্রো কুলেবা জানিয়েছেন, জার্মানির মন্ত্রী এখানে এলেও যে ট্যাঙ্ক তাঁদের থেকে চাওয়া হয়েছিল তা মেলেনি। আর এর ফলে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।

Advertisement

এগারো মাসে পা দিয়েছে ইউক্রেন ও রাশিয়ার (Russia) যুদ্ধ। অর্থডক্স ক্রিসমাস উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তা ঝড়ের পূর্বাভাস বলেই ধারণা করা হয়েছিল। আর সেই ধারণা যে একেবারে সঠিক, তা মিলে গেল খারকভে রুশ বাহিনীর নৃশংস হামলায়। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: ‘ওরাও সমাজের অংশ’, সমকামী ও রূপান্তরকামীদের পাশে দাঁড়ালেন মোহন ভাগবত]

যুদ্ধের শুরুতে খারকভে প্রবল বোমাবর্ষণ করেছিল রাশিয়া। কিন্তু যত সময় গড়িয়েছে ফ্রন্টলাইন সরে গিয়েছে দেশের পূর্বদিকে। কিন্তু এবার ফের নতুন করে আক্রান্ত হল খারকভ। স্থানীয় গভর্নর ওলেগ সাইনগুবভ সকলকে সতর্ক করে জানিয়েছেন, সকলে যেন শেল্টারে আশ্রয় নেন। রুশ বাহিনী বোমাবর্ষণ করে চলেছে পুরো এলাকায়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রুশ আগ্রাসন ঠিকই রুখে দেবে তাঁর দেশের সেনা। পাশাপাশি তাঁকে বলতে শোনা গিয়েছে, ”কোনওভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের কোনও আশঙ্কা নেই।”

মঙ্গলবারই আচমকা ইউক্রেন সফরে আসেন জার্মান বিদেশমন্ত্রী। জেলেনস্কির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে অ্যানালিনা বেয়ারবোক বলেন, ”খারকভ থেকে খেরসন হয়ে কিয়েভ, ইউক্রেনের সমস্ত অংশের মানুষের এটা জানা দরকার তাঁদের পাশে আমরা রয়েছি।” অস্ত্র সরবরাহের বিষয়ে আশ্বাসও দেন তিনি। কিন্তু এতদসত্ত্বেও খুব আশাবাদী নন জেলেনস্কিরা। কেননা জার্মান লেপার্ড ট্যাঙ্ক শুরু থেকে চেয়ে এলেও এখনও মেলেনি। ফলে আগামিদিনেও তা মিলবে কিনা সংশয় রয়েছে ইউক্রেনের।

[আরও পড়ুন: ২ বিজেপি বিধায়কের দলবদলের জল্পনায় ক্ষুব্ধ শংকর ঘোষ, দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি]

এদিকে, ইউক্রেনকে আরও ৩৭৫ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত কিয়েভকে প্রায় ২৪.৯ বিলিয়ন ডলার মূল্যের আর্থিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement