shono
Advertisement

আবাসনে রুশ রকেটের হামলা! প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা

দেখতে দেখতে তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ।
Posted: 01:33 PM Mar 18, 2022Updated: 02:14 PM Mar 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ রকেট হানায় এবার প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। শুক্রবার অভিনেত্রীর নাট্যদল ‘ইয়ং থিয়েটার’-এর তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কিয়েভের একটি আবাসনে রুশ রকেট আছড়ে পড়ায় নিহত হয়েছেন অভিনেত্রী ওকসানা (Ukrainian actor Oksana Shvets)। 

Advertisement

অভিনেত্রী ওকশানা শভেটসের বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েক মাস আগেই অভিনেত্রীকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘অনার্ড আর্টিস্ট অফ ইউক্রেন’ প্রদান করা হয়েছিল। থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেত্রী। ওকসানার বেশ কিছু ছবি দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নিয়েছিল।

দেখতে দেখতে তিন সপ্তাহ অতিক্রান্ত। এখনও রাশিয়ার (Russia) সঙ্গে লড়াই করে চলেছে ইউক্রেন (Russia-Ukraine War)। যদি যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতেও পিছপা হবে না রাশিয়া। এমনই আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা (US)।

[আরও পড়ুন: ‘কঠিন কাজ’, বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার উদ্বোধনে অভিজ্ঞতা শেয়ার করলেন শ্যাম বেনেগাল ]

উল্লেখ্য, যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে পুতিনের উপরে। ইতিমধ্যেই রাশিয়াকে তোপ দেগে ব্রিটেন দাবি করেছে, ইউক্রেনে রাশিয়া যা করছে, তা যুদ্ধাপরাধ। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। এর আগে মঙ্গলবার ক্রেমলিনের আগ্রাসনের নিন্দা করে সর্বসম্মত ভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করে আমেরিকার সেনেট। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বিষয়টি প্রস্তাব করলে দলের দুই সেনেটের তাঁকে সমর্থন জানান।

এদিকে ইউক্রেনকে কোটি কোটি টাকার অত্যাধুনিক হাতিয়ার দেওয়ার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে অস্ত্র দিলে তা যুদ্ধের সামিল মনে করা হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। সম্প্রতি মার্কিন অস্ত্রবোঝাই গাড়িতে হামলা চালানোর হুমকি দিয়েছে মস্কো। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে অস্ত্রের জোগান দিচ্ছে ওয়াশিংটন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের হাতে প্রায় ১২০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম তুলে দিয়েছে আমেরিকা। ফলে এবার খড়্গহস্ত মস্কো।

[আরও পড়ুন:  ‘কাশ্মীর ফাইলস’ দেখে অনুপম খেরকে ‘জোকারে’র সঙ্গে তুলনা কঙ্গনার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement