shono
Advertisement
Anil Chaudhary

'সব বলে চেঁচায়, পায়রার মতো ছটফট করে', রিজওয়ানকে তীব্র কটাক্ষ আইসিসির আম্পায়ারের

রিজওয়ানের আবেদন করার বহর নিয়ে অতীতেও বহু লেখালেখি হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 01:41 PM Aug 25, 2024Updated: 01:41 PM Aug 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতি বেশি আবেদন করেন তিনি। সুযোগ পেলেই আম্পায়ারদের বিব্রত করার চেষ্টা করেন। পাক উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের কাণ্ড কারখানা নিয়ে অতীতে সোশাল মিডিয়ায় বিস্তর লেখালেখি হয়েছে। এবার সরাসরি পাক উইকেটরক্ষকের কাণ্ডকারখানা নিয়ে মুখ খুললেন আইসিসির প্যানেলে থাকা আম্পায়ার অনিল চৌধুরী।

Advertisement

রিজওয়ানের কাণ্ডকারখানা নিয়ে রীতিমতো অভিযোগের সুরে তিনি বললেন, "বড্ড বেশি আবেদন করে রিজওয়ান।প্রতি বলে চিৎকার করে। পায়রার মতো লাফাতে থাকে। লিপস্টিকের মতো কী একটা লাগায়। বারবার আবেদন করে আম্পায়ারদের প্রভাবিত করতে থাকে। যদিও ভালো আম্পায়ার হলে প্রভাবিত করা যায় না। আমি অন্য আম্পায়ারদের সতর্ক করে দিতাম।"

[আরও পড়ুন: টেস্ট চলাকালীন বাবা হলেন শাহিন, নবজাতকের জন্য বিশেষ উদযাপন পাক পেসারের]

অনিল চৌধুরী বলছেন, এভাবে বারবার আবেদন করে নিজেরই সম্মান নষ্ট করেন রিজওয়ান। তাঁর মতে, "এইভাবে আবেদন করে বিশেষ লাভ হয় না। এখন অনেক প্রযুক্তি চলে এসেছে। ভুল আবেদন করলে দর্শকরা উইকেটরক্ষককে নিয়েই মশকরা করবে।" আইসিসির প্যানেলে থাকা আম্পায়ার বলেন, "এই ভাবে আবেদন করে নিজেকে লজ্জায় কেন ফেলে কে জানে?"

[আরও পড়ুন: ‘আপনি কী খান?’ ডিকেচ সাক্ষাতে জানতে চাইবেন ‘ভক্ত’ সরবজ্যোত]

রিজওয়ানের আবেদন করার বহর নিয়ে অতীতেও বহু লেখালেখি হয়েছে। এমনকী, ব্যাট করার সময় তিনি 'চোট' পাওয়ার 'নাটক' করেন বলে অভিযোগ উঠেছে। রিজওয়ানের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। আপাতত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুযোগ পেলেই আম্পায়ারদের বিব্রত করার চেষ্টা করেন।
  • পাক উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের কাণ্ড কারখানা নিয়ে অতীতে সোশাল মিডিয়ায় বিস্তর লেখালেখি হয়েছে।
  • সরাসরি পাক উইকেটরক্ষকের কাণ্ডকারখানা নিয়ে মুখ খুললেন আইসিসির প্যানেলে থাকা আম্পায়ার অনিল চৌধুরী।
Advertisement