স্টাফ রিপোর্টার: সিএবি সুপার ডিভিশন (CAB Super Division) লিগে মহামেডান বনাম টাউন ম্যাচে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল, তা নিয়ে বঙ্গ ক্রিকেটমহলে রীতিমতো ছি-ছিক্কার পড়ে গিয়েছিল। ওই ম্যাচের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। বলা হতে থাকে, বাংলা ক্রিকেটের কাছে এটা চরম কলঙ্কের। যা নিয়ে সিএবি প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গিয়েছিল। যা নিয়ে টুর্নামেন্ট কমিটির বৈঠক ডাকা হয়েছিল।
বুধবার প্রায় ঘণ্টা তিনেক ধরে টুর্নামেন্ট কমিটির বৈঠক চলে। ম্যাচের ভিডিও দেখানো হয় বৈঠকে। দুটো টিমকে ডাকা হয়েছিল। ওই ম্যাচের আম্পায়ার, পর্যবেক্ষক থেকে স্কোরার, প্রত্যেককে ডাকা হয় টুর্নামেন্ট কমিটির বৈঠকে। সবার বক্তব্য আলাদাভাবে শোনা যায়। জানা গেল, মহামেডানের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয় যে সেদিন যে ঘটনা ঘটেছিল, সেটা মোটেই কাম্য ছিল না।
[আরও পড়ুন: ব্রেকফাস্টে ভাত চেয়ে কী পেলেন শাহজাহান? সিবিআইয়ের খাঁচায় কেমন আছেন সন্দেশখালির ‘বাঘ’?]
এমনকী তাদের পক্ষ থেকে এটাও বলা হয়, এই ব্যাপারে সিএবি (CAB) যা সিদ্ধান্ত নেবে, সেটা তারা মেনে নেবে। আম্পায়াররাও নাকি স্বীকার করে নেন, সেদিন ওই ম্যাচে ক্রিকেট হয়নি। বরং ক্রিকেটের নামে প্রহসন হয়েছিল। যা হওয়া উচিত ছিল না। অবশ্য প্রহসন যে হয়েছিল, সেটা নিশ্চিত করার জন্য আম্পায়ারদের বক্তব্যের জন্য অপেক্ষা করার বিশেষ প্রয়োজন নেই। ম্যাচের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটাই যথেষ্ট।
[আরও পড়ুন: আড়াই দশক ধরে কলকাতা কাঁপাচ্ছে ‘৪০৭ গ্যাং’! অবশেষে জালে দুই মাথা]
সব বক্তব্য শোনার পর টুর্নামেন্ট কমিটি ঠিক করে যে পুরো ব্যাপারটা অ্যাপেক্স কাউন্সিলে পাঠিয়ে দেওয়া হবে। সোমবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেদিনের বৈঠকেও একটা তদন্ত কমিটি গড়া হতে পারে।