shono
Advertisement

'দু' ওভার বল করে কি গতির ঝড় তোলা যায়?' সমালোচকদের প্রশ্ন উমরানের

Posted: 04:32 PM May 22, 2023Updated: 04:32 PM May 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলের গতি কি কমেছে উমরান মালিকের (Umran Malik)? মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ম্যাচের আগে এই প্রশ্নই করা হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জোরে বোলারকে। যার উত্তরে তাঁকে বলতে শোনা গিয়েছে, চলতি টুর্নামেন্টে খুব বেশি ওভার তিনি বল করেননি। মাত্র দু' ওভার বল করে শরীর গরম করা যায় না। আর শরীর গরম না হলে বলে গতিও তোলা সম্ভব নয়।

Advertisement

গতবার উমরান মালিকের গতি নিয়ে প্রবল চর্চা হয়। গতির জন্যই নজর কাড়েন সানরাইজার্স হায়দরাবাদের পেসার। কিন্তু এবার উমরান মালিক নজর কাড়তে পারেননি। সানরাইজার্স হায়দরাবাদ এই তরুণ পেসারকে যেভাবে ব্যবহার করেছে, তা মেনে নিতে পারেননি দেশের প্রাক্তন ক্রিকেটাররা। জাহির খান এক সাক্ষাৎকারে বলেছেন, একজন তরুণ বোলারকে উপযুক্ত পরিবেশ দিতে হয়। সানরাইজার্স হায়দরাবাদ যেটা দেয়নি। মুম্বই-ম্যাচের আগ সঞ্চালক মুরলী কার্তিককে উমরান বলেন, ''গতবছর আমি সবক'টা ম্যাচই খেলেছিলাম। সবক'টা ম্যাচে কোটার ওভারও করেছিলাম। এবার আমি কম ওভার বল করেছি। মাত্র পাঁচটি উইকেট নিই। যখন খেলিনি, তখন কঠিন পরিশ্রম করেছি।'' উল্লেখ্য, উমরান তিন ওভার বল করে ৪১ রান দেন। কিন্তু কোনও উইকেট নিতে পারেননি তিনি।

[আরও পড়ুন: ভারতীয় দলের সঙ্গে গাঁটছড়া অ্যাডিডাসের, রোহিতদের নয়া কিট স্পনসর করবে বিখ্যাত সংস্থা]

গতবারের থেকে এবার গতি কমেছে উমরানের। কার্তিক এমন প্রশ্ন করেন তাঁকে। যার উত্তরে উমরান মালিক বলেন, ''আমার মনে হয় না গতি কমেছে। দু' ওভার বল করে কি বলের গতি বাড়ানো যায়! কয়েক ওভার বল করে শরীর গরম করে তবেই বলের গতি বাড়ানো সম্ভব। ঠিক লাইনে বল রেখে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। দলের যখন উইকেট দরকার, আমি উইকেট নেওয়ার চেষ্টা করেছি। প্রতিপক্ষের রানের গতি কমানোরও চেষ্টা করেছি।''

তবে এবারের টুর্নামেন্টে উমরানের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন বীরেন্দ্র শেহওয়াগ। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ। বীরু বলছেন, স্টেইনের কোচিংয়ে থাকলেও নিজের দোষত্রুটি থেকে শিক্ষা নিতে পারেননি উমরান মালিক। 

[আরও পড়ুন: কোহলির চোট কেমন? আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার দিলেন বড় আপডেট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement