shono
Advertisement

পাকিস্তানের ভারতবিরোধী দলিল শুনতে নারাজ রাষ্ট্রসংঘ

আন্তর্জাতিক মহলেও কী তাহলে একঘরে হতে চলেছে পাকিস্তান? The post পাকিস্তানের ভারতবিরোধী দলিল শুনতে নারাজ রাষ্ট্রসংঘ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:05 PM Sep 22, 2016Updated: 05:35 PM Sep 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে রাষ্ট্রমত গঠন করবেন৷ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে এই মনস্থির করেই এসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ ভারতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ লিপিবদ্ধও করে এনেছিলেন৷ কিন্তু আন্তর্জাতিক মহলে হালে পানি পেলেন না পাকিস্তানের ওয়াজির-এ-আজম৷ ভারত-পাকিস্তান ইস্যুতে নাক গলাতে অস্বীকার করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন৷

Advertisement

এদিন তিনি বলেন, “ভারত-পাকিস্তানের এই সমস্যা দুই দেশেরই নিজেদের মধ্যে আলোচনার দ্বারাই সমাধান করা উচিত৷ এটি দুই দেশের অন্তর্বতী সমস্যা এবং সংশ্লিষ্ট এলাকার সমস্যা৷”

আন্তর্জাতিক মহলের উদাসীনতা সত্বেও বারবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের বিরুদ্ধে জনমত একত্রিত করার চেষ্টা করছে পাকিস্তান৷ কিন্তু, সন্ত্রাস প্রসঙ্গে ভারতের পাশেই দাঁড়িয়েছে বেশিরভাগ দেশ৷ এমনকী আমেরিকা, চিন, রাশিয়ার মতো পরস্পর বিরোধী দেশও ভারতের পক্ষেই৷ অবশ্য নওয়াজ ও তাঁর দলবল ভারত বিরোধী জনমত একত্র করার কোনও ত্রুটি করছেন৷ আর এই ক্ষেত্রেও ব্যর্থতাই তাঁদের ভবিতব্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

The post পাকিস্তানের ভারতবিরোধী দলিল শুনতে নারাজ রাষ্ট্রসংঘ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement