shono
Advertisement

আইফোনের দৌলতে নতুন জীবন পেলেন ইউক্রেনীয় সেনা, নেটদুনিয়ায় ভাইরাল অবিশ্বাস্য ভিডিও!

ঈশ্বরধন্য আইফোন, মন্তব্য এক নেটিজেনের।
Posted: 04:23 PM Jul 18, 2022Updated: 05:17 PM Jul 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এযাত্রায় ইউক্রেন (Ukraine) সেনার রক্ষাকবচ হল আইফোন (iPhone)। রুশ বুলেট রুখে দিল সে। পিঠ ফুঁড়ে বুক ভেদ করে যাওয়ার কথা ছিল ওই বুলেটের। কিন্তু তেমনটা ঘটেনি। ফলে নতুন জীবন পেলেন ইউক্রেনের এক সেনা আধিকারিক। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এমন কাণ্ডই ঘটেছে সম্প্রতি। রবিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যাপেলের ‘বুলেটপ্রুফ’ আইফোনের ভিডিও।

Advertisement

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অব্যাহত। শুরুতে যুদ্ধের প্রতি মুহূর্তের খবর মিলছিল সংবাদ মাধ্যমে। পরে অন্য খবরের ভিড়ে যুদ্ধের সংবাদ খানিক ব্রাত্য হয়েছে। যদিও এখনও বারুদের গন্ধ থেকে মুক্তি পায়নি সেদেশের আকাশ-বাতাস। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। তার মধ্যেই আজব ঘটনা ইউক্রেনের এক সেনা অধিকারিকের সঙ্গে। যুদ্ধক্ষেত্রে তো হাতে রাখা যায় না মোবাইল ফোন। তাই ‘আইফোন ইলেভেন প্রো’ ফোনটি ব্যাকপ্যাকে রেখেছিলেন ওই সেনা আধিকারিক। একসময় ফোনটি বের করতেই চক্ষু চড়কগাছ হয় সেনা আধিকারিকের। দেখেন, আইফোনের পিছনের দিকে বিঁধে আছে একটি রুশ বুলেট!

[আরও পড়ুন: গণিত অলিম্পিয়াডে নজির ভারতের, একটি সোনা, পাঁচটি ব্রোঞ্জ জিতে নিল পড়ুয়ারা]

তার মানে ওই ফোনই বাঁচিয়ে দিয়েছে! বস্তুত কাণ্ড দেখে খোদ সেনা আধিকারিকও অবাক হন। তবে বুলেট হজম করার পর ফোনটি স্বাভাবিকভাবেই আর ব্যবহারযোগ্য নেই। তাতে অবশ্য কিছু যায় আসে না। সকলেই বলছেন, আইফোনের জন্য অবধারিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন ইউক্রেনের সেনে। ফোনটি কার্যত বুলেটপ্রুফ ভেস্ট-এ পরিণত হয়।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, টুইটে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের]

চমকে দেওয়া ফোনের ভিডিও ১৭ জুলাই টুইটারে আপলোড করা হয়। মুহূর্তে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছে, ফোনটি বুলেটের আঘাতে বেঁকে গিয়েছে। ডিসল্পে ক্ষতবিক্ষত। এখনও পর্যন্ত ১৭ লাখ ভিউ হয়েছে ভিডিওটির। লাইক আর কমেন্টের বন্যা বইছে। গম্ভীর বক্তব্যের পাশাপাশি মজার মন্তব্যও করেছেন অনেকে। এক ইউক্রেনীয় ব্যক্তি লেখেন, “আইফোন বাঁচিয়ে দিল আমাদের যোদ্ধাকে।” এক নেটিজেনের মন্তব্য, “ঈশ্বরধন্য আইফোন।” এক টুইটার ব্যবহারকারী লেখেন, “তাহলে জল্পনাই সত্যি। অ্যাপেল বুলেটপ্রুফ কাঁচ ব্যবহার করে ফোনে।” একজন রসিকতা করে লেখেন, “অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার