shono
Advertisement

আইএস টার্গেটে কাবুল, জোড়া বিস্ফোরণে মৃত ৫০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী৷ একটি শান্তিপূর্ণ মিছিলে ফিদায়েঁ হামলায় মৃত অন্তত ৫০, আহত ২০০ জনেরও বেশি৷ আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, “শান্তিপূর্ণ মিছিল করে প্রতিবাদ জানানো আফগানিস্তানের মানুষের অধিকার৷ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সরকার সবরকম পদক্ষেপ করবে৷” ইসলামিক স্টেট জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে৷ সংবাদসংস্থা রয়টার্স […] The post আইএস টার্গেটে কাবুল, জোড়া বিস্ফোরণে মৃত ৫০ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:43 PM Jul 23, 2016Updated: 06:14 PM Jul 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী৷ একটি শান্তিপূর্ণ মিছিলে ফিদায়েঁ হামলায় মৃত অন্তত ৫০, আহত ২০০ জনেরও বেশি৷ আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, “শান্তিপূর্ণ মিছিল করে প্রতিবাদ জানানো আফগানিস্তানের মানুষের অধিকার৷ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সরকার সবরকম পদক্ষেপ করবে৷” ইসলামিক স্টেট জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে৷

Advertisement

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার কাবুলে সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রতিবাদ মিছিলে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় ৫০ জনের৷ বিস্ফোরণের তীব্রতায় অধিকাংশ মৃতদেহই বিকৃত হয়ে গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মৃতদেহগুলি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে রয়েছে রাস্তার ধরে৷ কাবুল স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, কয়েক বিলিয়ন ডলারের একটি প্রস্তাবিত পাওয়ার ট্রান্সমিশন লাইনের রুট পরিবর্তনের দাবিতে আজ বিক্ষোভ দেখাচ্ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা৷ তখনই জোড়া বিস্ফোরণ ঘটায় বুরখা পরিহিত এক আইএস জঙ্গি

The post আইএস টার্গেটে কাবুল, জোড়া বিস্ফোরণে মৃত ৫০ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement