shono
Advertisement
Sitalkuchi

শীতলকুচি কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে 'দাদাগিরি'! পলাতক টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
Published By: Suhrid DasPosted: 04:27 PM Dec 15, 2024Updated: 04:33 PM Dec 15, 2024

বিক্রম রায়, কোচবিহার: দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে ঢুকে দাদাগিরি! টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ। কোচবিহারের শীতলকুচি কলেজের এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Advertisement

চলতি বছর ওই কলেজের রজতজয়ন্তী বর্ষপূর্তি। সেই উপলক্ষে আগামী ২২ তারিখ থেকে অনুষ্ঠানও রয়েছে কলেজে। তার আগে গতকাল, শনিবার শীতলকুচি কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেখানেই টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা মাসুম আখতার আগ্নেয়াস্ত্র নিয়ে সদলবলে কলেজ চত্বরে ঢুকেছিলেন বলে অভিযোগ। আগে মাসুম আখতার ওই কলেজের জিএস পদে ছিলেন। একসময় ইউনিট বদলে যায়। নতুন ইউনিটে জিএস হয়েছেন কাসমেদ হাসনাথ চৌধুরী। তারপর থেকেই ওই কলেজে চাপা উত্তেজনা চলছে বলে খবর। শনিবার সেই বিবাদ চরমে উঠেছিল।

অভিযোগ, মাসুম কলেজে ঢুকলে জিএস কাসমেদ হাসনাথ চৌধুরী ও অনুগামীদের সঙ্গে তাঁদের তুমুল বচসা শুরু হয়। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, মাসুম আখতার কোমরে আগ্নেয়াস্ত্র গুঁজে কলেজে ঢুকেছিলেন। ধাক্কাধাক্কির সময় সেটি মাটিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্র দেখে সকলে চমকে যান। উত্তেজনা তুঙ্গে ওঠে কলেজ চত্বরে। সুযোগ বুঝে দলবল নিয়ে কলেজ থেকে পালিয়ে যান ওই প্রাক্তন ছাত্রনেতা।

খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। পুলিশ কলেজে গিয়ে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে ঘটনার পর থেকে উধাও মাসুম আখতার। তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ, জানিয়েছেন, বিষয়টি খোঁজখবর করে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে ঢুকে দাদাগিরি!
  • টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে উঠল অভিযোগ।
  • কোচবিহারের শীতলকুচি কলেজের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর।
Advertisement