shono
Advertisement

‘একদম মেজাজ দেখাবে না!’, করিনাকে আচমকা একথা কেন বলেন সইফ আলি খান?

স্ত্রীকে একটি বিষয় নিয়েই হুঁশিয়ার করে দেন বলিউডের নবাব।
Posted: 01:42 PM Sep 06, 2023Updated: 01:42 PM Sep 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘একদম মেজাজ দেখাবে না!’ এমন কথাই করিনাকে বলেছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)। স্ত্রীকে হুঁশিয়ার করেছিলেন বলিউডের নবাব। কিন্তু কেন? যাতে করিনা নিজের দুই সহ-অভিনেতা বিজয় বর্মা ও জয়দীপ অহল্বাতকে হালকাভাবে না নেন। দু’জন কতটা মারাত্মক অভিনেতা, তা ভালভাবেই জানেন সইফ। সেই কারণেই আগে থেকে স্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন।

Advertisement

মঙ্গলবারই করিনার প্রথম ওয়েব অরিজিনাল ছবি ‘জানে জান’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। সুজয় ঘোষ পরিচালিত এই সাসপেন্স থ্রিলারে মায়ার চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। স্কুল শিক্ষক নরেন হয়েছেন জয়দীপ অহল্বাত (Jaideep Ahlawat)। আর পুলিশ অফিসার করণের ভূমিকায় বিজয় বর্মা (Vijay Varma)। ছবির ট্রেলার লঞ্চে এসেই করিনা জানান, কীভাবে তাঁকে সইফ সতর্ক করেছিলেন।

[আরও পড়ুন: বুসান চলচ্চিত্র উৎসবে ‘রকি রানি’র পাশাপাশি সুদীপ্তা-সুমনের ছবি ‘দ্য স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস’]

জয়দীপ-বিজয়ের সঙ্গে স্ত্রী কাজ করতে যাবেন শুনেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সইফ। করিনাকে বলেন, “সেটে একদম মেজাজ দেখাবে না। ভ্যানিটি ভ্যান থেকে মেকআপ করেই সংলাপ বলতে চলে যাবে না। কারণ এই দু’জন ইমপ্রোভাইজেশনের মাস্টার।” অন্যান্য ছবির মতো ‘জানে জান’ নয়, সে সম্পর্কে আগেই করিনাকে সতর্ক করে দিয়েছিলেন অভিনেতা।

হাসিমুখে করিনা যখন এই কথাগুলি বলছিলেন। বিজয় যেন নিজের পালার জন্য অপেক্ষা করছিলেন। মাইক হাতে পেয়েই অভিনেতা বলে ওঠেন, “আমি সইফকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি না বললে ইনি জানতেই পারতেন না কে এই ছেলেটা?” সহ-অভিনেতার এই টিপ্পনি হালকাভাবেই নেন করিনা। হাসির রোল ওঠে সংবাদিক বৈঠকে।

[আরও পড়ুন: ‘ওঁ’ ধ্বনিতে প্রকাশিত ‘দশম অবতার’-এর ফার্স্টলুক, কোলাজে প্রসেনজিৎ-যিশু-জয়া-অনির্বাণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement