shono
Advertisement

জৈশাই জল নিতে অস্বীকার করেছিলেন, দুষছেন এএফআই কর্তারা

জৈশার প্রশ্ন, “মিথ্যে কেন বলব?” The post জৈশাই জল নিতে অস্বীকার করেছিলেন, দুষছেন এএফআই কর্তারা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Aug 23, 2016Updated: 03:22 PM Aug 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৪২ কিমি ম্যারাথন দৌড়ে কোথাও কোনও ভারতীয় প্রতিনিধি তাঁর জন্য জল নিয়ে অপেক্ষা করে ছিলেন না৷ তাও কোনওক্রমে শেষ করেছিলেন নিজের দৌড়৷ তারপর অজ্ঞান হয়ে যান৷ ভারতীয় ম্যারাথনার ও পি জৈশার এ ঘটনা সামনে আসতেই সাফাই দিতে শুরু করল অ্যাথলিট ফেডারেশন এফ ইন্ডিয়ার কর্তারা৷ অ্যাথলিটের দিকেই অভিযোগের আঙুল তুললেন তাঁরা৷

Advertisement

কেন জৈশার জন্য ছিল না জলের ব্যবস্থা? কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জৈশা নিজেই জল নিতে নারাজ ছিলেন৷ সংস্থার দাবি, ম্যারাথনের আগের দিন জৈশার কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন এনার্জি ড্রিঙ্ক পছন্দ করেন৷ কিন্তু তিনি ও তাঁর কোচ জানিয়েছিলেন, তাঁদের কোনওরকম পানীয়ের প্রয়োজন নেই৷ সংস্থার অভিযোগ, এখন তাদের উপর মিথ্যে দোষারোপ করা হচ্ছে৷

অন্যদিকে, জৈশার প্রশ্ন, “মিথ্যে কেন বলব?  আমি সত্যিই জল পাইনি৷ একুশ কিমি দৌড়ের পর আমি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিলাম৷ মনে হয়েছিল আর এক মিটারও হাঁটতে পারব না৷ কিন্তু আমি তো কোনও কর্তাকে দোষ দিচ্ছি না৷ তবে আমার সঙ্গে ঠিক কী হয়েছে, তা তদন্ত করলেই স্পষ্ট হবে৷”

ফিনিশিং লাইনে জৈশা অজ্ঞান হয়ে পড়লে স্বেচ্ছাসেবিরাই তাঁকে উদ্ধার করেন বলে জানা গিয়েছিল৷ এএফআই-এর দাবি, প্রায় সঙ্গে সঙ্গেই ভারতের টিম ম্যানেজারও সেখানে পৌঁছে গিয়েছিলেন৷ সব মিলিয়ে ভারত যে জৈশার পাশেই ছিল তাই-ই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে৷ এমনকী ওলিম্পিকের নিয়ম অনুযায়ী, মেডিক্যাল বুথ ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা ছিল বলেও দাবি করা হয়েছে৷ সংস্থার প্রশ্ন,  সব কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও এবং এএফআই থেকেই প্রশিক্ষণ নিয়ে ওলিম্পিকে নামার পর কেন জৈশা মিডিয়ার সামনে সংস্থার ভাবমূর্তি এভাবে নষ্ট করছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ওই বিবৃতিতে৷

The post জৈশাই জল নিতে অস্বীকার করেছিলেন, দুষছেন এএফআই কর্তারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement