ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলার জন্য লগ্নি টানতে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের লক্ষ্য নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার পর ফের X হ্যান্ডলে খোঁচা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নাম না করে এক জনপ্রতিনিধির কথা উল্লেখ করেছেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, ভালভাবে জনতার সঙ্গেই পরিচিত না হয়েও ওই জনপ্রতিনিধি আকাশে উড়ছেন। অথচ তাঁর কাছে কূটনৈতিক পাসপোর্ট (Diplomatic Passport) থাকা সত্ত্বেও একবারও বিদেশ যাননি। পাসপোর্টে একটিও ভিসা স্ট্যাম্প নেই। বিরোধী দলনেতার এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পালটা টুইট, ”বারবার বিদেশ সফরের সুযোগ ফসকানোর আক্ষেপ আমরা বুঝি। তবে আপনারও সময় আসবে।”
রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুভেন্দুর এহেন পোস্টের জবাব দিয়েছিলেন রাজ্য তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য । ওই পোস্ট শুভেন্দুর নিজস্ব হতাশারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে X হ্যান্ডেলে তিনি লেখেন, ”ফ্রাস্ট্রেশনের চূড়ায় বসে/ রোজ রাত্রে অঙ্ক কষে!/দাদা আবার ক্ষেপেছে/টুইট ছুড়ে মেরেছে…”।
আর বিকেলে দেবাংশুর বক্তব্যকেই কার্যত সমর্থন করে X হ্যান্ডলে পোস্ট করে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আপনার বিদেশ সফরে যাওয়ার সুযোগ বারবার ফসকে যাচ্ছে। সেই আক্ষেপ আমরা বুঝি। কিন্তু চিন্তা করবেন না, দ্রুতই আপনার ওই কূটনৈতিক পাসপোর্ট বিভিন্ন দেশের ভিসার স্ট্যাম্পে ভরে উঠবে।”
[আরও পড়ুন: ‘৩ মাস ধরে ধর্ষণ করেছে বাবা’, নারকীয় যন্ত্রণা সইতে না পেরে গুলি করে খুন করল কিশোরী!]
মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিরোধীরা গোড়া থেকেই নানা কটাক্ষ করে আসছেন। বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে। বিদেশ থেকে লগ্নি টানতে আদৌ কতটা সক্ষম হবেন মুখ্যমন্ত্রী, সেসব প্রশ্ন তুলে দিয়েছিলেন। এবার X হ্যান্ডলে তাঁর পোস্টের পালটা জবাব দিল তৃণমূল (TMC)।