সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে বাড়িতে মহিলাদের হেনস্তার প্রতিবাদ জানিয়েছিলেন। আর সেটাই কাল হল! জাতীয় স্তরের এক বডিবিল্ডারকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ হরিয়ানার রোহতকে। মৃত ওই যুবকের নাম রোহিত ধনখড়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
মৃত ওই যুবকের বাড়ি রোহতকের হুমায়ুনপুর গ্রামে। জানা যায়, রোহিত গত শুক্রবার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। ভিওয়ানিতে ছিল সেই বিয়েবাড়ি। শুধ রোহিত একা নন, ছিলেন তাঁর বন্ধুরাও। স্থানীয়রা জানান, ওই বিয়েবাড়িতে বেশ কিছু যুবক অভব্য আচরণ করছিলেন। এমনকী কনের বাড়ির মহিলাদের সঙ্গেও অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। বিভিন্ন অশালীন ইঙ্গিত করা হচ্ছিল বলে অভিযোগ। যখন এই ঘটনা ঘটছিল, তার কিছুটা দুরেই রোহিত দাঁড়িয়েছিল। ঘটনা নিয়ে চিৎকার চেঁচামেচি শুনে আর দাঁড়িয়ে থাকতে পারেননি। এগিয়ে যান এবং ঘটনার প্রতিবাদ জানান। সেটাই যে কাল হবে তা কল্পনাতেও ভাবতে পারেননি কেউ।
পুলিশ সূত্রে খবর, অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় অন্তত ১৫ থেকে ২০ জন যুবক অতর্কিতেই রোহিত ধনখড়কে ঘিরে ধরে। শুরু হয় ব্যাপক মারধর। হকিস্টিক দিয়ে তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত করা। একেবারে রক্তাত্ত অবস্থাতেই রোহিতকে রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয় মানুষজনই তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় রোহিতের। গুরুতর চোটের আঘাতেই মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষজন। প্রশ্ন তুলছেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে।
বডিবিল্ডার হিসাবের রোহিত নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ২০১৮ সালে জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়াও দীর্ঘ কেরিয়ারে জিতেছিলেন একাধিক পদকও। সম্প্রতি রোহতকের সেক্টর ৪-এ একটি জিম তৈরি করেছিলেন। ঘটনায় শোকে বিহ্নল রোহিতের গোটা পরিবার।
