shono
Advertisement

জন্মদিনে শিক্ষক কালামকে শ্রদ্ধাঞ্জলি সোশ্যাল মিডিয়ায়

ভারতের ‘মিসাইল ম্যান’-এর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাল সোশ্যাল মিডিয়া। The post জন্মদিনে শিক্ষক কালামকে শ্রদ্ধাঞ্জলি সোশ্যাল মিডিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 11:33 PM Oct 15, 2016Updated: 06:21 PM Oct 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে, আগে সূর্যের মতো জ্বলতে শেখো।” কিংবা “স্বপ্ন দেখো স্বপ্নকে সত্যি করার আগে।” এমন কত কথাই বলে গিয়েছেন ভারতের ‘পিপলস প্রেসিডেন্ট’৷ একইসঙ্গে নিজের ভাবনা এবং মতাদর্শের মাধ্যমে উদ্ধুদ্ধ করেছেন আগামী প্রজন্মকে। হেরে যেতে বসা মানুষকে দেখিয়েছেন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। আর আজ সেই মানুষটিরই ৮৫তম জন্মদিন।

Advertisement

আর ভারতের ‘মিসাইল ম্যান’-এর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাল সোশ্যাল মিডিয়া। আজ সকাল থেকেই টুইট করে শিক্ষক কালামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রেলমন্ত্রী সুরেশ প্রভু, ক্রিকেটর বীরেন্দ্র শেহবাগ প্রমুখ। তাঁর জীবনদর্শন, ভাবনা এবং শিক্ষায় ভর করেই যে দেশ এগোচ্ছে, সে কথাই জানিয়ে দিলেন সকলে।

এক ঝলকে দেখে নিন টুইটগুলি:

The post জন্মদিনে শিক্ষক কালামকে শ্রদ্ধাঞ্জলি সোশ্যাল মিডিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement