শম্পালি মৌলিক: কানাঘুষো চলছিলই৷ শোনা যাচ্ছিল শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পায়েল সরকার৷ তা যা রটে তার কিছু তো বটে! নায়িকা নিজেও অবশ্য সেই ইঙ্গিতই দিচ্ছেন৷ টুইটারে তাঁর পোস্টে জানিয়ে দিচ্ছেন, ‘সোনামনির বিয়ে’ হতে আর বেশি দেরি নেই৷
সোনামনির বিয়ের সম্ভাবনা অবশ্য আচমকা নয়৷ যমের রাজা বক্স অফিসকে কী বর দিল সে কথা তোলা থাক, কিন্তু পায়েলের কাছে এ ছবি আক্ষরিক অর্থেই যে ‘বর’ পাওয়ার, তা বলাই যায়৷ হ্যাঁ, ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা তো হয়েইছিল, আবিরের সঙ্গে তাঁর জুটিও বাঙালি জেন
এখনই না হলেও, বিয়ের খবর একেবারে উড়িয়ে দিলেন না পায়েল৷ আপাতত ‘ঈগলের চোখ’ ছবির সাফল্যের স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন নায়িকা৷ আর এর মধ্যেই সাত পাকে বাঁধা পড়ার পথা একরকম প্রায় ঘোষণাই করে দিলেন তিনি৷ ক’দিন আগেই টলিপাড়ার আর এক নায়িকা শ্রাবন্তী বসেছেন বিয়ের পিঁড়িতে৷ এবার পালা পায়েলের! পায়েল যতই মজাচ্ছলে টুইট করুন না কেন, টলিপাড়ার সকলেই বলছেন, ‘এসো, সুসংবাদ এসো’৷
The post আবিরের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়ছেন পায়েল! appeared first on Sangbad Pratidin.
