সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির শুটিং যখন শুরু হয়েছিল তখন রণ-ক্যাটের সম্পর্কটা বেশ ভালই ছিল। চুটিয়ে প্রেম করছিলেন দু’জন। কিন্তু ছবির মাঝপথে বিপত্তি বাধে। রণবীর আর ক্যাটরিনার সম্পর্কটা ভেঙে যায়। আর তাঁদের আগামী ছবি ‘জগ্গা জাসুস’-এর কাজ নিয়ে তৈরি হয় ব্যাপক গোলযোগ। দু’জনই একে অপরের সঙ্গে কাজ করতে নারাজ। আর তাই ছবির শুটিং আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল বলিউডে।
কিন্তু এবার জল্পনার অবসান। সব সমস্যার সমাধান করে আগামী বছর মুক্তি পেতে চলেছে ‘জগ্গা জাসুস’। জানা গিয়েছে ২০১৭ সালের ৭ এপ্রিল মুক্তি পাবে অনুরাগ বসুর এই ছবি। সোমবার ইউটিভি মোশন পিকচারের তরফে টুইট করে খবরটি জানানো হয়েছে।
যদিও প্রথমে চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমার কিন্তু শুটিংয়ের ডেট এবং রণ-ক্যাটের ভেঙে যাওয়া সম্পর্ক ছবি তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু পরবর্তী সময়ে এই দুই বলি তারকা পেশাদারিত্ব বজায় রেখেই ছবির কাজ শেষ করেছেন বলে জানা গিয়েছে।
The post টালবাহানা শেষ, আগামী বছর মুক্তি পাচ্ছে ‘জগ্গা জাসুস’ appeared first on Sangbad Pratidin.
