সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), সনৎ জয়সূর্য (Sanath Jayasurya) থেকে শুরু করে শাহিদ আফ্রিদি (Shahid Afridi), এবি ডিভিলিয়ার্স (AB Devilliars) কিংবা হালফিলের সূর্য কুমার যাদব (SuryaKumar Yadav)। তাঁদের মারকুটে ইনিংস দেখার জন্য স্টেডিয়ামের গ্যালারি ভরে ওঠে। কিন্তু অনেকেই জানেন না বোলারদের অনেক বছর আগেই বুঝে নিয়েছিলেন স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান (Sir Donald Bradman)। মাত্র তিন ওভারে শতরান হাঁকিয়ে এক অনন্য কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার (Australia) প্রবাদপ্রতিম ব্যাটার। মনে রাখতে হবে সেই সময় প্রতি ওভার ছিল ৮ বলের। অর্থাৎ ২৪ বলে ১০০ করেছিলেন স্যর ডন।

১৯৩১ সালের ৩ নভেম্বর। এই বিশেষ দিনে এমন কীর্তি গড়েছিলেন তিনি। বাইশ গজের যুদ্ধে নেমেছিল ব্ল্যাকহিথ একাদশ বনাম লিথগো একাদশ। সিডনি থেকে ১১৩ কিলোমিটার দুরে ব্ল্যাকহিথ শহরে সেই ম্যাচের আয়োজন করা হয়েছিল।
[আরও পড়ুন: একরাশ ক্ষোভে দল ছাড়তে চাইছেন নীতীশ রানা! বেকায়দায় টিম ম্যানেজমেন্ট]
ব্ল্যাকহিথ একাদশের অতিথি ক্রিকেটার হিসেবে খেলতে এসেছিলেন ব্র্যাডম্যান। সঙ্গে ছিলেন তাঁর নিউ সাউথ ওয়েলসের সতীর্থ ওয়েন্ডেল বিল। তিনি একজন ডানহাতি ব্যাটার ছিলেন। এই ম্যাচ চলাকালীন লিথগোর হয়ে বল করতে এসেছিলেন বিল ব্ল্যাক। এরপর তিনটে ওভার ব্র্যাডম্যান বিপক্ষের বোলারদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন।
কীভাবে করেছিলেন শতরান? সেটা দেখে নেওয়া যাক :
প্রথম ওভার : ৬, ৬, ৪, ২, ৪, ৪, ৬, ১ = ৩৩ রান
দ্বিতীয় ওভার : ৬, ৪, ৪, ৬, ৬, ৪, ৬, ৪ = ৪০ রান
তৃতীয় ওভার : ১, ৬, ৬, ১, ১, ৪, ৪, ৬ = ২৭ রান। এই ওভার ২৭ রান নিয়েছিলেন ব্র্যাডম্যান এবং ওভারের প্রথম এবং পঞ্চম বলে দুটো সিঙ্গলস নিয়েছিলেন ওয়েন্ডেল বিল। সেই ইনিংসে ব্র্যাডম্যান মোট ২৫৬ রান করেছিলেন। এরমধ্যে ১৪টি ছক্কা এবং ২৯টি বাউন্ডারি ছিল।