সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পুজো সাধারণ মানুষের সুবিধার্থে এবার বিশেষ গাইড ম্যাপ প্রকাশ করল সুন্দরবন পুলিশ। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ম্যাপ প্রকাশ করেন প্রশাসনের আধিকারিকরা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা ও জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি-সহ জেলার অন্যান্য পুলিশ কর্তারা।
[ আরও পড়ুন: কাত্যায়ণী রূপে আটশো বছর ধরে ওপার বাংলায় পূজিত হচ্ছে মা ঢাকেশ্বরী ]
এদিন সুন্দরবন পুলিশের অধীনন্ত সরকার স্বীকৃত পুজো কমিটিগুলির প্রতিনিধিদের হাতে অনুদানও তুলে দেওয়া হয়৷ চেকের মাধ্যমে সরকারি অনুদান তুলে দেন মন্ত্রী মন্টুরাম পাখিরা। সর্বজনীন পুজো কমিটিগুলির প্রতিনিধিদের হাতে রাজ্য সরকারের তরফে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এবং মহিলাদের দ্বার পরিচালিত পুজো কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকার চেক। অনুষ্ঠানে উপস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘গতবারের তুলনায় এবার মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের অঙ্ক বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন৷ বাজারের অগ্নিমূল্যের কথা বিবেচনা করেই এই মানবিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।’’
[ আরও পড়ুন: পুজোর বোনাসেই ক্যানসারের চিকিৎসা, আক্রান্ত ছাত্রীর পাশে একদল যুবক-যুবতী ]
মহিলাদের পুজোয় সরকারি অনুদানের অংক বাড়ানোর কারণ হিসেবে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী চান মহিলারাও তাঁদের পরিচালনায় দুর্গাপুজো করুন। মহিলাদের উৎসাহ দিতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত৷ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, জেলার দর্শনার্থীদের সুবিধা করে দিতেই, এই গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। যাতে তাঁরা সহজেই পুজো মণ্ডপগুলির হদিশ পান। পুজোর চারদিন প্রচণ্ড ভিড়ে কোন রাস্তা দিয়ে মণ্ডপে প্রবেশ করতে হবে, কোন পথ দিয়ে বেরিয়ে অন্য মণ্ডপে ঢুকতে পারা যাবে, সে সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকছে এই ম্যাপে। থানা এবং রাস্তার পাশে থাকা পুলিশ বুথগুলি থেকে এই গাইড ম্যাপ সংগ্রহ করতে পারেন দর্শনার্থীরাও৷
The post দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর গাইড ম্যাপ প্রকাশ সুন্দরবন পুলিশের appeared first on Sangbad Pratidin.
