সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এক বছর আগে এই দিনেই ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে আচমকা পড়ে গিয়েছিলেন তিনি৷ আর দেশের বিজ্ঞান তথা রাজনৈতিক আকাশেও ঘটেছিল ইন্দ্রপতন৷ গতবছর এদিনই চিরতরে চলে গিয়েছিলেন ভারতের ‘মিসাইল ম্যান’৷ প্রয়াণ দিবসে শ্রদ্ধায় প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে স্মরণ করছে দেশবাসী৷
রাজনীতির দুনিয়া তাঁকে পেয়েছিল ২০০২ সালে৷ রাজনীতির মানুষ তিনি নন, তবু তাঁর কাজ, স্বার্থত্যাগ তাঁকেই অবশ্যম্ভাবী করে তুলেছিল দেশের ‘পিপলস প্রেসিডেন্ট’৷ ভালবাসতেন ছাত্রদের৷ আজবীন নিজেও ছিলেন স্বভাবে এক জিজ্ঞাসু ছাত্র৷ সেই অণ্বেষণ চারিয়ে দিতে চাইতেন তরুণ মনে৷ দেশের বহু স্কুলে স্কুলে গিয়ে ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন৷ শিলংয়ে সেরকম এক অনুষ্ঠানে ছাত্রদের মাঝে থেকেই উড়ান থেমেছিল আগুন ডানার৷
প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতিসৌধ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ তবে জমি সংক্রান্ত জটিলতায় তা এতদিন আটকে ছিল৷ সংসদের বাদল অধিবেশন গুরুপূর্ণিমায় এ প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন৷ আজ প্রয়াণ দিবসেই তাঁর স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী৷ রামেশ্বরমে প্রয়াত রাষ্ট্রপতির মূর্তিও উন্মোচন করেন তিনি৷
তবে শুধু বোধহয় সৌধে নন, তিনি বেঁচে আছেন অসংখ্য তরুণ ছাত্রের স্মৃতিতে৷ যাঁর ছোঁয়ায় ‘ইগনাইটেড মাইন্ডস’ পেয়েছিল দেশের তরুণ প্রজন্ম, তাঁকে আজ শ্রদ্ধায় স্মরণ করছে গোটা দেশ৷
The post প্রয়াণ দিবসে ‘মিসাইল ম্যান’কে স্মরণ দেশবাসীর appeared first on Sangbad Pratidin.
