shono
Advertisement

সেনার জন্য রোবোটিক স্যুট বানিয়ে তাক লাগাল ভারতীয় ছাত্র

আয়রন ম্যানের আদলে তৈরি এই স্যুট উপকারে লাগবে ভারতীয় সেনাদের৷ The post সেনার জন্য রোবোটিক স্যুট বানিয়ে তাক লাগাল ভারতীয় ছাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 09:26 PM Aug 13, 2016Updated: 03:56 PM Aug 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলা থেকেই সুপার হিরোর ভক্ত৷ বিশেষ করে আয়রন ম্যানের৷ কারণ নিজের বুদ্ধির জোরেই সুপার হিরো হয়েছে কমিক ও সিনেমার এই চরিত্র৷ সেই অনুপ্রেরণা থেকেই মগজাস্ত্রের জোরে অত্যাধুনিক এক রোবো স্যুট তৈরি করে ফেলেছেন কেরলের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিমল গোবিন মনিকন্দন৷

Advertisement

ব্যাটারি চালিত এই রোবোটিক স্যুট তৈরি করতে মনিকন্দনের খরচ হয়েছে মাত্র ৭৫০ ডলার৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫১ হাজার টাকা৷ প্রায় দেড়শো কেজি ওজনের জিনিস অনায়াসেই তুলে নেওয়া যেতে পারে এই রোবোটিক স্যুটের মাধ্যমে৷ ইতিমধ্যে কেরলের এমইএস কলেজের ছাত্রর এই আবিষ্কার সিঙ্গাপুরের প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে৷ সিঙ্গাপুরের মেকানিক্স ও ম্যানুফ্যাকচারিংয়ের এই কনফারেন্স আমেরিকান সোসাইটি অফ রিসার্চ দ্বারা আয়োজিত হয়৷

তবে নিজে সুপার হিরোদের ভক্ত হলেও কোনও সুপার প্রজেক্টের জন্য নিজের এই স্যুট ব্যবহার করার ইচ্ছে নেই মনিকন্দনের৷ নিজের এই আবিষ্কারকে দেশের সেবায় কাজে লাগাতে চান তিনি৷ ভবিষ্যতে একে আরও উন্নত করে সঁপে দিতে চান সেনাবাহিনীর হাতে৷

An Indian engineering student designed a low-cost wearable robot that can lift up to 330 pounds. https://t.co/Xo4AUzOPgO

— AJ+ (@ajplus) August 10, 2016

The post সেনার জন্য রোবোটিক স্যুট বানিয়ে তাক লাগাল ভারতীয় ছাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement