shono
Advertisement

বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেই কোটিপতি হলেন এই ভারতীয়

একেই বলে তুঙ্গে বৃহস্পতি! The post বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেই কোটিপতি হলেন এই ভারতীয় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:36 PM Aug 11, 2016Updated: 02:06 PM Aug 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখে হরি মারে কে? আর হরি ও হরিপ্রিয়ে দুইয়ের কৃপা একসঙ্গে হলে তাঁর বৃহস্পতির দশা আটকায় কার সাধ্য! ক’দিন আগেই যখন দুবাইতে ক্র্যাশ-ল্যান্ডিং থেকে বেঁচে ফিরেছিলেন৷ কেরলের মহম্মদ বশির আবদুল খদর ভেবেছিলেন নতুন জীবন পেয়েছেন৷ নতুন এই জীবনে যে এতবড় সুখবর তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ৬২ বছরের প্রবাসী ভারতীয়৷

Advertisement

খবরটা পেলেন মঙ্গলবার৷ লটারির খেলায় ১ মিলিয়ন মার্কিন ডলার জিতেছেন তিনি৷ ভারতীয় মুদ্রার প্রায় সাড়ে ছয় কোটি টাকা৷

সাধ্য-সাধনা নয়, সাধ করেই লটারির টিকিট কিনতেন বশির৷ কেরলে জন্ম হলেও বহু বছর ধরে কর্মসূত্রে দুবাইতেই থাকেন৷ সেখানকার কার ডিলার গ্রুপে প্রশাসক হিসেবে কাজ করছেন গত ৩৭ বছর ধরে৷ প্রতিবারই যখন ছুটি কাটাতে নিজের দেশে ফেরেন, তাঁর আগে একটি করে লটারির টিকিট কেটে থাকেন৷ এই টিকিটটি ছিল তাঁর ১৭তম লটারির টিকিট৷ কেটেছিলেন ইদের ছুটির আগে৷

একে তো নতুন জীবন, তার উপরে সম্পত্তি লাভ৷ দুইয়ের খুশিতে আত্মহারা বশির৷ আর তিন বছর পরই তাঁর অবসর নেওয়ার কথা৷ সারা জীবন সাধারণভাবে কাটিয়েছেন৷ তবে, চিরকাল সৎ থেকেছেন৷ সেই কারণেই ঈশ্বর তাঁকে মন খুলে দান করেছেন বলেই মনে করছেন তিনি৷

The post বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেই কোটিপতি হলেন এই ভারতীয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement