shono
Advertisement
Cooch Behar

তীব্র ঝাঁকুনির পর বিকট শব্দে কোচবিহারে থামল ট্রেন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

এই ঘটনায় ওই শাখায় ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে
Published By: Subhankar PatraPosted: 06:02 PM Dec 24, 2025Updated: 06:31 PM Dec 24, 2025

বিক্রম রায়, কোচবিহার: প্যান্টোগ্রাফ ভেঙে পড়ে বিপত্তি! কোচবিহারে (Cooch Behar) তীব্র ঝাঁকুনির পর বিকট শব্দে থামল ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে বেরতে হুড়োহুড়ি যাত্রীদের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মাসানকুড়া এলাকায়। ওই শাখাতে দেরিতে চলছে একাধিক ট্রেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

Advertisement

বুধবার দিনহাটা-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার বামনহাট থেকে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেয়। বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনটি মাসানকুড়ায় পৌঁছয়। তখনই ট্রেনের উপরের প্যান্টোগ্রাফ (বিদ্যুৎ গ্রহণকারী যন্ত্র) হঠাৎ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ট্রেনটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। থেমে পড়ে গাড়িটি। তীব্র বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনটি বিকট শব্দে আচমকায় থেমে যেতেই কামরা থেকে বেরিয়ে যান তাঁরা। পরে বোঝা যায় ভেঙে গিয়েছে প্যান্টোগ্রাফ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দিনহাটা-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার। ঘটনায় ব্যাহত ট্রেন চলাচল। তবে কোনও হাতহত বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনায় ওই শাখায় ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। অনেকগুলি ট্রেন দেরিতে চলছে। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। এক যাত্রী বলেন, "বিকট শব্দে ট্রেনটি থেমে যায়। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বাইরে বেরিয়ে বুঝতে পারি ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে। প্রায় ঘণ্টাখানেকের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি।" ট্রেনের এক আধিকারিক জানান, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ট্রেন দুর্ঘটনা! দিনহাটা-আলিপুরদুয়ার প্যাসেঞ্জারের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ে বিপত্তি!
  • দীর্ঘক্ষণ আটকে ট্রেনটি। ওই শাখাতে দেরিতে চলছে একাধিক ট্রেন।
  • ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
Advertisement