সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে তুঙ্গে জটিলতা। সূত্রের খবর, সমাবর্তনের আগে কোর্ট বৈঠকে অনুমতি দিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর কোর্ট বৈঠক না হলে সমাবর্তন হওয়া সম্ভব নয়।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের কথা সকলেরই জানা। তা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে বুদ্ধদেব সাউকে নিযুক্ত করেছিলেন খোদ রাজ্যপাল। এই সংঘাতের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালতের রায় অনুযায়ী, অন্তর্বর্তীকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন না। সেক্ষেত্রে বুদ্ধদেব সাউ সমাবর্তন নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। সূত্রের খবর, রাজ্যপালের তরফেও এ ব্যাপারে কোনও সহযোগিতা পাচ্ছেন না তিনি। কারণ, কোর্ট বৈঠকের এখনও সম্মতি দেননি সিভি আনন্দ বোস।
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র দাপটে রাতভর বৃষ্টি, ভাসছে চেন্নাই! দেওয়াল ধসে মৃত ২]
প্রতি বছরের ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়। তার আগে কোর্ট বৈঠক করা হয়। ওই বৈঠকেই সমাবর্তন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। কোর্ট বৈঠক না হলে সমাবর্তনও হবে না। সেক্ষেত্রে সমাবর্তন আদৌ কীভাবে হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কিন্তু কেন কোর্ট বৈঠকে অনুমতি দিলেন না রাজ্যপাল?
সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন রাজ্যপাল। বেকসুর খালাস না পাওয়া পর্যন্ত যারা যুক্ত তাদের কেবলমাত্র বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ সিভি আনন্দ বোস। সূত্রের খবর, সে কারণেই নাকি কোর্ট বৈঠক নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাননি তিনি।