shono
Advertisement

‘প্রতিদিন প্রশ্নের উত্তর দিতে পারব না’, এনসেফালাইটিস নিয়ে মন্তব্য ক্ষুব্ধ হর্ষ বর্ধনের

এনসেফালাইটিস বিহারে ইতিমধ্যেই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে৷ The post ‘প্রতিদিন প্রশ্নের উত্তর দিতে পারব না’, এনসেফালাইটিস নিয়ে মন্তব্য ক্ষুব্ধ হর্ষ বর্ধনের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:20 PM Jun 17, 2019Updated: 05:47 PM Jun 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ক্রমশই ভয়ংকর রূপ ধারণ করেছে এনসেফালাইটিস৷ কিন্তু সংসদে ঢোকার সময় এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বেজায় চটলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দিলেন, ‘‘রোজ রোজ একই ইস্যুতে, একই প্রশ্নের জবাব দিতে পারব না৷’’ এনসেফালাইটিস একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই ব্যবহারকে ভাল চোখে দেখছেন না বিরোধীরা৷ এমন মর্মস্পর্শী ঘটনায় কীভাবে দায়িত্ববান স্বাস্থ্যমন্ত্রী এতটা উদাসীন হতে পারেন, এই প্রশ্ন তাড়া করছে সকলকেই৷

Advertisement

[ আরও পড়ুন: এনসেফেলাইটিস ও প্রবল গরমে মৃত্যুমিছিল, বড়সড় চ্যালেঞ্জের মুখে বিহার সরকার]

দিনকয়েক ধরে বিহারে থাবা বসিয়েছে এনসেফালাইটিস৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ ইতিমধ্যেই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ বিহারের পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার দিল্লি থেকে পাটনায় যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। রবিবার সকালে তিনি শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। কথা বলেন রোগী ও চিকিৎসকদের সঙ্গে। মন্ত্রীর সামনেই এদিন পাঁচ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়। হর্ষ বর্ধন ওই শিশুর মাকে সমবেদনাও জানান। হাসপাতাল পরিদর্শন করার পর সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এতদূর পর্যন্ত বেশ ‘মানবিক’ ভূমিকাই পালন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ 

[ আরও পড়ুন: আস্তাকুঁড়ে থেকে উদ্ধার হওয়া শিশুকে দত্তক নিচ্ছেন সাংবাদিক দম্পতি]

কিন্তু উলটপুরাণ ঘটল সোমবার৷ লোকসভা নির্বাচন শেষে মন্ত্রিসভা গঠনের পর এদিনই ছিল সংসদের বাদল অধিবেশনের প্রথমদিন৷ সংসদে ঢোকার সময় সাংবাদিকরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে ঘিরে ধরে৷ গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের দেখে বেজায় বিরক্ত হন তিনি৷ এনসেফালাইটিস সংক্রান্ত প্রশ্নে যেন অগ্নিশর্মা হয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী৷ প্রতিদিন একই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে বলতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন হর্ষ বর্ধন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতিক্রিয়াকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধী শিবির৷ রোজ রোজ শিশুমৃত্যু হলেও, কেন প্রতিদিন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না হর্ষ বর্ধন, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই৷

The post ‘প্রতিদিন প্রশ্নের উত্তর দিতে পারব না’, এনসেফালাইটিস নিয়ে মন্তব্য ক্ষুব্ধ হর্ষ বর্ধনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement