shono
Advertisement

Breaking News

আবাস যোজনার তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বাবার নাম! তুমুল বিতর্ক

দুর্নীতি থেকে নজর ঘোরাতেই কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম নথিভুক্তি, দাবি বিজেপির।
Posted: 08:40 AM Dec 18, 2022Updated: 08:40 AM Dec 18, 2022

বিক্রম রায়, কোচবিহার: আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির (BJP) নেতৃত্বরা প্রায় প্রতিদিনই সরব হচ্ছেন। সেই আবাস যোজনার তালিকাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামানিকের নাম রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আবাস যোজনার ঘরের যে তালিকা প্রদান করা হয়েছে সেখানে দিনহাটা এক নম্বর ব্লকের অন্তর্গত ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খারিজা বালাডাঙার বাসিন্দা বিধূভূষণ প্রামাণিকের নাম রয়েছে। তার উপভোক্তা আইডি ১২০০৫৪৫৫৭ এবং সিরিয়াল নম্বর ১১৯৮৭৭। কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম ঘর বরাদ্দ হবার তালিকায় থাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Advertisement

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এক সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেন, বিজেপি আবাস যোজনার তালিকায় নাম নিয়ে রাজ্যজুড়ে অভিযোগ তুলছে। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজস্ব বিলাস বহুল বাড়ি থাকা সত্ত্বেও তাঁর বাবার নাম সেই তালিকায় রয়েছে। তবে কি এবার বিজেপি নেতা-কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি করবে? ধরনা দেবে? বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন রবীন্দ্রনাথ ঘোষ।

[আরও পড়ুন: ‘বিএসএফের তরফে আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা হবে না’, নিরাপত্তা বৈঠকে মমতাকে আশ্বাস শাহর]

একইসঙ্গে পুর চেয়ারম্যানের সাফাই, বাস্তব ঘটনাটা হচ্ছে প্রায় ছ’বছর আগে সমীক্ষা হয়েছিল তখন অনেকেরই পাকা ঘর ছিল না। কেন্দ্র সরকার ঘর বরাদ্দ করতে দেরি করেছে এই সময়ের মধ্যে অনেকেই আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে। বর্তমানে তালিকায় এসেছে তবে সেটা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্ভে করা হচ্ছে উপযুক্ত যোগ্য ব্যক্তিরাই এই ঘর পাবেন তাতে কোনও সন্দেহ নেই। যদিও এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন,”কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই উপভোক্তাদের ঘর দিতে পারেন। কাজেই তাঁর বাবার নাম ঘর পাওয়ার তালিকায় থাকবে সেটা চক্রান্ত ছাড়া কিছু হতে পারে না। যেহেতু তৃণমূলের নেতাকর্মীদের নাম সেই তালিকায় রয়েছে তাই দৃষ্টি ঘোরাতে এই ধরনের চক্রান্ত করা হয়েছে।” তাঁরা চান বাস্তবে যারা এই আবাস যোজনার ঘরের জন্য যোগ্য তাঁদের ঘর প্রদান করা হোক। তবে আবাস যোজনার উপভোক্তার তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবার নাম থাকাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়াল।

[আরও পড়ুন: ‘আমার সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে’, অভিষেকের নির্দেশে ইস্তফা দিয়ে আক্ষেপ পঞ্চায়েত প্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement