শান্তনু কর, জলপাইগুড়ি: চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের(Nisith Pramanik) সাময়িক স্বস্তি। কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সাময়িক স্বস্তি পেলেন তিনি। অভিযোগ খতিয়ে দেখার পর আট সপ্তাহের জন্য মামলায় স্থগিতাদেশ দিলেন বিচারপতি।
২০১৯ সালের একটি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ওই বছর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নিশীথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, পুলিশ সেই সময় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার দায়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়।
[আরও পড়ুন: ভামিকার পর বিরুষ্কার সংসারে অকায়, ছেলের নামের অর্থ কী?]
যদিও সেই মামলার এখনও পর্যন্ত চার্জশিট দিতে পারেনি পুলিশ। এদিন কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিভাস রঞ্জন দের এজলাসে মামলা ওঠে। বিচারপতি অভিযোগ খতিয়ে দেখার পর আট সপ্তাহের জন্য মামলায় স্থগিতাদেশ দেন বিচারপতি। তার ফলে স্বাভাবিকভাবেই সাময়িক স্বস্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।