সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীন গড়করি। অপাদমস্তক ‘অজাতশত্রু’ এই নেতাই এখন বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গড়করির একটি টুইট নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। টুইটে গড়করি দাবি করেছেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য কিছু কিছু মানুষ আমার নামে মিথ্যাচার করেছে।” এই ‘কিছু কিছু মানুষ’ বলতে কাকে নিশানা করছেন গড়করি? সেটাই এখন চর্চার বিষয়।
সদ্যই গড়করির একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, পদ থাক বা না থাক আমি পরোয়া করি না। সেই ভিডিও টুইট করে সোশ্যাল মিডিয়ায় বিজেপিরই একটা অংশ প্রচার করা শুরু করে দেয়, দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছেন না নীতীন গড়করি (Nitin Gadkari )। যদিও এক টুইটে সেই দাবি খারিজ করে দিয়েছেন তিনি নিজেই।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য: হাই কোর্টে ধাক্কা, রোদ্দুর রায়ের আবেদন খারিজ বিচারপতির]
টুইট করে গড়করি দাবি করেছেন,”আজ ফের আবার আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার শুরু হয়েছে। কিছু মানুষ রাজনৈতিকভাবে সুবিধা পাওয়ার জন্য আমার নামে অপপ্রচার করছে। আমার বক্তব্যকে ভুল ভাবে তুলে ধরছে। কিন্তু আগামী দিনে সরকার, দল ও কর্মীদের স্বার্থে এ ধরনের প্রচার যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও পিছপা হব না।” কিন্তু তাঁর বিরুদ্ধে কারা অপপ্রচার করছে, সেটা স্পষ্ট করেননি গড়করি।
[আরও পড়ুন: ফের পিছোল কংগ্রেসের সভাপতি নির্বাচন, রাহুলকে রাজি করাতে মরিয়া দল!]
আসলে সদ্যই বিজেপির সংসদীয় বোর্ড থেকে ছাঁটাই করা হয়েছে গড়করিকে। সংঘ ঘনিষ্ঠ এই নেতা এই মুহূর্তে মোদি (Narendra Modi) মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের মধ্যে একজন। একটা সময় দলের সভাপতিও ছিলেন। সাধারণত বিজেপির (BJP) সভাপতিরা যতদিন সক্রিয় রাজনীতিতে থাকেন, ততদিন তাঁদের দলের সংসদীয় বোর্ডে রাখা হয়। কিন্তু গড়করিকে সরিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে আবার দিন দুই আগে এক অনুষ্ঠানে গিয়ে গড়করিকে বলতে শোনা গিয়েছে,”এই সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না।” যা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়। কিন্তু বিজেপির এই বর্ষীয়ান নেতা যে দল ছাড়ার কথা ভাবছেন না, সেটা তাঁর এদিনের টুইটেই স্পষ্ট।