অরিজিৎ গুপ্ত: ঠাসা দলীয় কর্মসূচির মাঝে মাছে-ভাতে ভুরিভোজ সারলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মাটিতে পাত পেড়ে বসে খেলেন তিনি। বাড়ির মতো চেয়ে চেয়ে খেলেন স্মৃতি। ভাতের থালা এনে দেওয়ামাত্রই বললেন, “এই ডালটা দে!”
বুধবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী গৃহ সম্পর্ক অভিযান উপলক্ষে দক্ষিণবাড়িতে যান। সেখানে বিজেপি কর্মী পলাশ মালিকের বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ। কেন্দ্রীয় মন্ত্রীর জন্য এলাহি আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, পটল চিংড়ি, শুক্তো, সর্ষে ইলিশ, রুই মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। শেষপাতে খেলেন মিষ্টিও।
[আরও পড়ুন: টেমসের মতো গঙ্গার পাড় সাজাবে রাজ্য, জলে নামবে দূষণহীন আধুনিক জলযান]
পলাশ তফসিলি সম্প্রদায়ের মানুষ। বিজেপি কর্মীর পরিবারের মহিলা সদস্যরা রান্নাবান্নায় অংশ নেন। স্মৃতি ইরানি বাড়িতে বসে তৃপ্তি ভরে খাওয়াদাওয়া করায় অত্যন্ত খুশি ওই বিজেপি কর্মীর পরিবারের লোকজন। তৃণমূল অবশ্য স্মৃতি ইরানির মধ্যাহ্নভোজের সমালোচনায় ব্যস্ত। “এসবই লোক দেখানো” বলেই কটাক্ষ ঘাসফুল শিবিরের।
দেখুন ভিডিও: