shono
Advertisement

Breaking News

পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের যুব সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক সেনাপ্রধানের

"সময় এসে গিয়েছে, ফৈয়াজের নামে শপথ নিয়ে একজোট হতে হবে৷" The post পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের যুব সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক সেনাপ্রধানের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 AM May 15, 2017Updated: 04:01 AM May 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লেফটেন্যান্ট উমর ফৈয়াজকে হত্যা করায় পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের যুব সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ রবিবার কাশ্মীরি যুবক-যুবতীদের কাছে তিনি আর্জি জানান, পাকিস্তানের অর্থ ও মদতে পুষ্ট জঙ্গিবাদ উপত্যকার উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে৷ নিজেদের ও দেশের ভবিষ্যতকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে পাকিস্তানের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি৷

Advertisement

[পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল বিএসএফ]

সেনাপ্রধান বলেন, “সোশ্যাল মিডিয়া ও অন্যান্যভাবে প্রচারের মাধ্যমের কিছু কাশ্মীরি যুবক-যুবতী বিপথে চালিত হচ্ছেন৷ তাঁদের ভারতীয় সেনার বিরুদ্ধে উস্কে দিচ্ছে পাকিস্তান৷” তিনি আরও জানান, সময় এসে গিয়েছে! কাশ্মীরের তামাম যুবক-যুবতীকে এবার লেফটেন্যান্ট উমর ফৈয়াজের নামে শপথ নিয়ে একজোট হতে হবে৷ তাঁর হত্যার বিরুদ্ধে গর্জে উঠতে হবে৷ টুঁটি চেপে ধরতে হবে সন্ত্রাসবাদের৷ একটি টেলিভিশন চ্যানেলকে জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, “লেফটেন্যান্ট ফৈয়াজ এই কাশ্মীরেরই ভূমিপুত্র৷ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রবেশের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন৷ ফৈয়াজের একান্ত নিষ্ঠা তাঁকে গতবছরের ডিসেম্বরে রাজপুতানা রাইফেলস-এ কমিশনড হওয়ার যোগ্য করে তোলে৷ মনে রাখতে হবে ফৈয়াজ একজন সাহসী যুবক৷ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাঁকে জঘন্যভাবে হত্যা করা হল৷”

সেনাপ্রধানের আর্জি, এই ঘটনা থেকে শিক্ষা নিক কাশ্মীরের বাসিন্দারা৷ কাশ্মীরের যুব সম্প্রদায়কে এক জায়গায় একত্রিত হয়ে বসে, আলোচনার মাধ্যমে সঠিক পথ অনুসরণ করার আবেদন জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, যারা উপত্যকায় সন্ত্রাস ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করারও ডাক দিয়েছেন জেনারেল রাওয়াত৷ জম্মু ও কাশ্মীর পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে রয়েছে স্থানীয় হিজবুল অপারেটিভ আব্বাস আহমেদ ভাট ও তার তিন সঙ্গীর হাত৷ অভিযুক্তদের বিরুদ্ধে চরম পদক্ষেপ করবে সেনা, হুঁশিয়ারি দিয়েছেন রাওয়াত৷ তাঁর বক্তব্য, “ভুলে যাবেন না, ভারতীয় সেনা বিশ্বের অন্যতম দক্ষ সশস্ত্র বাহিনী৷ প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজ না হয় কাল জঙ্গিদের ঠিকই ধরে ফেলা যাবে৷”

গত বুধবার সোপিয়ানের হার্মান চক এলাকা থেকে উদ্ধার হয় ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যাণ্ট উমর ফৈয়াজের গুলিবিদ্ধ দেহ৷ বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয় কাশ্মীরের ভূমিপুত্র তথা তরুণ সেনা অফিসার উমরকে৷ তাঁর আদি বাড়ি কুলগাম জেলায়৷ ২২ বছরের উমর ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক৷ কর্মসূত্রে কাশ্মীরের আখনুর জেলায় পোস্টিং ছিল তাঁর৷ তিনি ছিলেন ২ নম্বর রাজস্থান রাইফেলসের লেফটেন্যান্ট৷ সোপিয়ানে খুড়তুতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আগে থেকেই ক্যাজুয়াল লিভের আবেদন করেছিলেন তিনি৷ চাকরি জীবনে এটাই ছিল তাঁর প্রথম ছুটি৷ কিন্তু তিনি, তাঁর সহকর্মী ও পরিবারের কেউই ভাবেননি যে এটাই তাঁর শেষ ছুটি হয়ে যাবে৷ জুন মাসেই ছিল তাঁর জন্মদিন৷ সামনের মাসেই ২৩ শে পা দিতেন তিনি৷ সেনা ছাউনি থেকে বেরিয়েছিলেন হাসিমুখে৷ দু দিনের মধ্যে তেরঙা জাতীয় পতাকায় ঢাকা কফিনবন্দি লাশ হয়ে ফিরলেন নিজের গ্রামে৷ গত বুধবার উমরের দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার৷ গ্রামের হাজার হাজার শোকার্ত বাসিন্দার উপস্থিতিতে পূর্ণ সামরিক মর্যাদায় উমরের শেষকৃত্য সম্পন্ন হয়৷ উমরের কবরে মাটি দেন সেনা অফিসার ও কাশ্মীরের মন্ত্রীরা৷

[চিনকে ‘ঠান্ডা’ করতে সীমান্তে দীর্ঘতম সেতু গড়ল ভারত]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০টা নাগাদ বিয়েবাড়িতে পাঁচ-ছয়জন অপরিচিত ব্যক্তি সেনাবাহিনীর পোশাকে এসে উমরের খোঁজ করে৷ ওই চারজনের সঙ্গে কথা বলতে বাইরে বেরিয়ে আসেন উমর৷ বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরেও উমর না ফেরায় বিয়েবাড়ির লোকজন তাঁর খোঁজ শুরু করে৷ কিন্তু সেদিন রাতে আর তাঁর হদিশ মেলেনি৷ শেষ পর্যন্ত বুধবার সকালে হার্মান চক এলাকায় গুলিতে ঝাঁঝরা উমরের দেহ উদ্ধার হয়৷ অজ্ঞাতপরিচয় ওই চার সন্দেহভাজন জঙ্গির হদিশ পেতে তল্লাশি অভিযান জোরালো করে পুলিশ ও সেনাবাহিনী৷ সেনা গোয়েন্দাদের দাবি, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পরিকল্পনামাফিক উমরকে অপহরণ করেছিল হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তইবার জঙ্গিরা৷ তাঁকে দিয়ে ভারত-বিরোধী আপত্তিকর কিছু বলানোর বা লেখানোর চেষ্টা করেছিল জঙ্গিরা৷ কিন্তু উমর তা না মানায় তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়৷ ভারতীয় সেনাবাহিনীকে শিক্ষা ও বার্তা দিতেই উমরকে হত্যা করেছে জঙ্গিরা৷

[বড়সড় সাফল্য ভারতীয় সেনার, গুলিতে ঝাঁজরা লস্কর জঙ্গিরা]

প্রতিরক্ষামন্ত্রক, সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, এই ঘটনা নজিরবিহীন৷ কারণ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি যাদের মধ্যে হিজবুল মুজাহিদিনের মতো স্থানীয় শক্তিশালী জঙ্গি সংগঠনও রয়েছে তারা কখনও ভূমিপুত্রদের উপর আঘাত হানে না৷ কাশ্মীরি যুবকদের খুন করে না৷ কিন্তু ভারতীয় সেনা অফিসার হওয়াতেই উমরকে খুন হতে হল৷ গত বছর সেনাবাহিনীর হাতে হিজবুল জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানির হত্যার বদলা নিতেই ২২ বছরের সেনা অফিসার উমরকে হত্যা করেছে জঙ্গিরা৷ কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি,  উপত্যকার ভূমিপুত্র হয়েও উমর ছিলেন দেশভক্ত সেনা অফিসার৷ এটাও ছিল রাগের কারণ৷ তাই তাঁকে মেরে জঙ্গিরা কঠোর বার্তা দিল, সেনাবাহিনী ও পুলিশে কর্মরত কাশ্মীরি মুসলিমদেরও ‘রেয়াত’ করা হবে না৷ কয়েকদিন আগে একটি ব্যাঙ্কের ক্যাশভ্যান লুঠ করে প্রায় ৫৩ লক্ষ টাকা নিয়ে উধাও হয় লস্কর ও হিজবুল জঙ্গিরা৷ ঘটনাস্থলেই তারা গুলি করে মারে পাঁচ মুসলিম পুলিশকর্মীকে৷ গত দুই সপ্তাহে একাধিক ব্যাঙ্ক লুঠের ঘটনায় বেশ কয়েক জন মুসলিম পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ানকে হত্যা করেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা৷ এঁরা সবাই ছিলেন কাশ্মীর উপত্যকার ভূমিপুত্র৷

#UmmerFayaz pic.twitter.com/xudayN3n1w

— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 12, 2017

The post পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের যুব সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক সেনাপ্রধানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement