shono
Advertisement

যুদ্ধের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া, ইউক্রেনকে প্রচুর হাতিয়ার দেবে আমেরিকা

কিছুতেই থামছে না যুদ্ধ।
Posted: 06:04 PM Jun 28, 2023Updated: 06:12 PM Jun 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের ইউক্রেনকে সাহায্য করবে আমেরিকা। এর আগেও বিরাট সামরিক প্যাকেজ দিয়ে কিয়েভকে সাহায্য করেছিল ওয়াশিংটন। সেই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছিলেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করলে ভয়ঙ্কর প্রত্যাঘাত করা হবে। কিন্তু সেই হুমকির তোয়াক্কা না করেই ফের সাহায্যের হাত বাড়িয়েছে আমেরিকা।

Advertisement

মঙ্গলবার জেলেনস্কি বাহিনীর জন্য ৫০ কোটি ডলারের সামরিক প্যাকেজ ঘোষণা করল পেন্টাগন। এতে থাকছে ব্র্যাডলি ও স্ট্রাইকারের মতো সাঁজোয়া গাড়ি। রয়েছে অত্যাধুনিক রকেট সিস্টেম, গোলাবারুদ ও মিসাইল ইত্যাদিও। এদিন এক বিবৃতি দিয়ে পেন্টাগন জানায়, অত্যাধুনিক সরঞ্জাম ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে কিয়েভকে। ফলে রুশ হামলার আরও জোরালো পালটা জবাব দিতে পারবে ইউক্রেন।

[আরও পড়ুন: ওয়াগনার কাঁটাতেও কমেনি ঝাঁজ, ইউক্রেনের রেস্তরাঁয় ‘রুশ’ মিসাইল হামলায় মৃত ৮]

এদিকে, নিজের টুইটার হ্যান্ডেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লেখেন, ‘এই ৫০ কোটি ডলারের সামরিক প্যাকেজের জন্য আমি আমেরিকার কাছে কৃতজ্ঞ। হিমারসের (রকেট সিস্টেম) জন্য গোলাবারুদ, যুদ্ধযান ও অন্যান্য সরঞ্জাম আমাদের আরও শক্তিশালী করে তুলবে।’ তবে আমেরিকার এই পদক্ষেপ রাশিয়ার সঙ্গে হোয়াটহাউসের বিরোধ আরও জোরাল করবে।

[আরও পড়ুন: বিদ্রোহে রণে ভঙ্গ দিয়ে বেলারুশে প্রিগোজিন, রুশ সেনার প্রশংসায় পঞ্চমুখ পুতিন]

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে (Ukraine) ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। লড়াইয়ের শুরুর দিকেই কৃষ্ণসাগরের বন্দর শহর খেরসন দখল করে নিয়েছিল রুশ ফৌজ। তারপর শহরটি ফের দখল করতে লড়াই শুরু করে জেলেনস্কি বাহিনী। তাৎপর্যপূর্ণ ভাবে, রাশিয়ার হাত থেকে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নেক আইল্যান্ড উদ্ধার করে ইউক্রেন সেনা। আর পশ্চিমের অস্ত্রে বলীয়ান হয়েই যুদ্ধক্ষেত্রে রুশ ফৌজকে নকানিচোবানি খাওয়াচ্ছে জেলেনস্কি বাহিনী।      

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement