shono
Advertisement

যোগীরাজ্যে আমেরিকার ছায়া! ক্লাসের মধ্যেই গুলি চালিয়ে সহপাঠীকে খুন করল কিশোর

বসার জায়গা নিয়ে বচসার জেরে এই ঘটনা ঘটেছে।
Posted: 07:11 PM Dec 31, 2020Updated: 07:11 PM Dec 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার বিভিন্ন স্কুলে মাঝে মধ্যেই গুলি চালানোর ঘটনা ঘটে। নানা কারণে অবসাদগ্রস্ত পড়ুয়ারা নির্বিচারে গুলি চালিয়ে নিজেদের সহপাঠীদের হত্যা করে। এবার সেই ঘটনাই ঘটতে দেখা গেল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। বসার জায়গা নিয়ে বচসার জেরে ক্লাসরুমের মধ্যেই সহপাঠীকে গুলি করে খুন করল দশম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বুলন্দশহরের (Bulandshahr) একটি স্কুলের দশম শ্রেণির ক্লাসরুমে বসার জায়গা নিয়ে দুই পড়ুয়ার মধ্যে প্রবল বচসা হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে ব্যাগে করে একটি রিভলভার নিয়ে এসে ক্লাসরুমের ভিতরেই সহপাঠীর উপর চড়াও হয় আরেক পড়ুয়া। নিজের সহপাঠীর মাথায়, বুকে ও পেটে পরপর তিনটি গুলি চালায়। এর জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যায় ১৪ বছরের ওই কিশোর। এরপরই অভিযুক্ত দোতলার ক্লাসরুম থেকে নিচে নেমে এসে স্কুল থেকে পালানোর চেষ্টা করে। অন্য ছাত্র ও শিক্ষকরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁদের রিভলভার দেখিয়ে ভয় দেখায়। ফাঁকায় একটা গুলিও চালায়। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই স্থানীয় থানার পুলিশকর্মীরা এসে ওই কিশোরকে গ্রেপ্তার করে।

[আরও পড়ুন: হরিয়ানাতে ফের অনার কিলিং! আদালতে বিয়ে করতে যাওয়ার পথে প্রকাশ্যে খুন যুগল ]

বুলন্দশহরের এক সিনিয়র পুলিশ আধিকারিক সন্তোষ কুমার সিং (Santosh Kumar Singh) জানান, বুধবার দশম শ্রেণির দুটি ছাত্রের মধ্যে বসার জায়গা নিয়ে বচসা হয়েছিল। এর জেরে বৃহস্পতিবার একজন ছাত্র সেনাবাহিনীর কাজ থেকে ছুটিতে বাড়ি আসা কাকার সার্ভিস রিভলভার চুরি করে স্কুলে নিয়ে আসে। তারপর ক্লাসের মধ্যেই আরেক ছাত্রের উপর চড়াও হয়। খবর পাওয়ার পরেই পুলিশকর্মীরা গিয়ে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেন আর অন্য ছাত্রকে রিভলভার-সহ গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই ভ্যাকসিনে ছাড়পত্র! ২ জানুয়ারি থেকে শুরু ড্রাই-রান, নির্দেশ কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement