shono
Advertisement

UP Election 2022: আজ যোগীর ভাগ্যপরীক্ষা, গোরক্ষপুর মঠে পুজোর পর ভোট দিলেন আদিত্যনাথ

তিনশোর বেশি আসন পাবে বিজেপি, আত্মবিশ্বাসী যোগী।
Posted: 11:45 AM Mar 03, 2022Updated: 12:07 PM Mar 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ষষ্ঠদফার ভোট চলছে। গোরক্ষপুর-সহ ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ। এই প্রথমবার রাজ্যের বিধানসভা ভোটে লড়ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। আজই তাঁর ভাগ্য নির্ধারণ। নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। সকাল সকাল গোরক্ষপুর মঠে পুজো দিয়ে ভোট দিতে যান যোগী।

Advertisement

গোরক্ষপুর (শহরাঞ্চল) বিধানসভা কেন্দ্রের ভোটার যোগী আদিত্যনাথ। ভোট দিয়েই রাজ্যবাসীর উদ্দেশে বার্তাও দেন তিনি। আত্মপ্রত্যয়ের সুরে যোগী বলেন, “সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার উত্তরপ্রদেশে আমরা রেকর্ড গড়ব। ষষ্ঠদফার ৮০ শতাংশ আসনে জিতবে বিজেপি। রাজ্যে তিনশোর বেশি আসন পাব আমরা।” ভোটারদের কাছে তাঁর আবেদন, “রাজ্যের উন্নয়ন, নিরাপত্তার জন্য বিজেপিকে ভোট দিন।”

[আরও পড়ুন: রাশিয়াকে সমর্থনের সাজা! বাড়ি থেকে অপহরণ করে ইউক্রেনের মেয়রকে খুন]

গোরক্ষপুর মঠে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

এদিন শুধু যোগী আদিত্যনাথ নন, ষষ্ঠদফার ভোটে ভাগ্য নির্ধারিত হচ্ছে একাধিক হেভিওয়েট প্রার্থীর। রয়েছেন সমাজবাদী পার্টির স্বামী প্রসাদ মৌর্য এবং কংগ্রেসের অজয়কুমার লালু। মোট ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে প্রথম পাঁচটি দফায় ২৯২ টি আসনে ইতিমধ্যে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এদিনের পর বাকি থাকবে মাত্র একদফার ভোটগ্রহণ।

এদিকে আজই মোদির গড়ে প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছাড়িয়ে এবার ভিন রাজ্যে পা দিয়েছে তৃণমূল। উত্তরপ্রদেশ বিধানসভায় (UP Election 2022) সরাসরি লড়াই করছে না তৃণমূল। তবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অখিলেশ যাদবের পাশে দাঁড়িয়েছে ঘাসফুল শিবির। গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রচারে নেমেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে একদফা প্রচার সেরে এসেছেন তিনি। তখনই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে যাবেন। সেখানে অখিলেশের সঙ্গে যৌথপ্রচার করবেন।

[আরও পড়ুন: এবার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার! তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা উসকে দিলেন রুশ বিদেশমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement