shono
Advertisement

গণবিবাহে ‘স্বচ্ছ ভারত’অভিযানের প্রচার, অভিনব উপহার দম্পতিদের

জনপ্রিয় চলচ্চিত্রকে মনে করাবে এই উপহার৷ The post গণবিবাহে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রচার, অভিনব উপহার দম্পতিদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:37 PM Dec 18, 2018Updated: 11:02 PM Dec 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে শৌচালয় না থাকলে দাম্পত্য জীবন হয়ে ওঠে মর্মান্তিক। যেমন ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে তুলে ধরেছিলেন পরিচালক নারায়ণ সিং৷ ছবিতে দেখা যায়, বাড়িতে একটা পরিচ্ছন্ন শৌচালয় নির্মাণের জন্য নিজের পরিবার ও গ্রামবাসীদের বিরুদ্ধে কীভাবে লড়াই করেছিলেন কেশব (অক্ষয় কুমার) ও জয়া (ভূমি পেডনেকর)৷ কেশব-জয়ার মতো প্রতিকূল পরিস্থিতিতে যাতে ১৮ জন নবদম্পতিতে পড়তে না হয়, তাই তাঁদের পাশে দাঁড়াল উত্তরপ্রদেশের ‘জয়সওয়াল সমাজ’৷ গণবিবাহ অনুষ্ঠানের আয়োজকরাই উপহার হিসেবে দম্পতিদের তুলে দিলেন টয়লেট সিট৷

Advertisement

[ঋণ মকুবের পাশাপাশি ধানের সহায়ক মূল্য বৃদ্ধি, শপথ নিয়েই চমক বাঘেলের]

জয়সওয়াল সমাজের তত্ত্বাবধানে রবিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় এই গণবিবাহের অনুষ্ঠান৷ সেখানে অংশগ্রহণ করেন ১৮ জন যুগল৷  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের কথা মাথায় রেখে বিবাহ সম্পন্ন হওয়ার পর তাঁদের হাতে একটি করে এই ‘টয়লেট সিট’ তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা৷ এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ভাবে ‘স্বচ্ছ ভারত’ অভিযানে সামিল হতে দেখা গিয়েছে একাধিক সংগঠনকে৷ তবে বিয়ের অনুষ্ঠানে এই পদক্ষেপ প্রথম৷ প্রধানমন্ত্রীর উদ্যোগ সামিল হতে পেরে তাই খুশি উদ্যোক্তারা৷ অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অলোক জয়সওয়াল জানান, বরাবরই জয়সওয়াল সমাজ দেশের অগ্রগতিতে সামিল হয়ে এসেছে৷ এতদিন তাঁরা ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে সাহায্য করেছে৷ এবার সমাজের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ‘স্বচ্ছ ভারত’ অভিযানে সামিল হয়েছে এই সংগঠন৷

[‘রাহুল পাপ্পু নয়, এবার বিয়ে করে পাপা হওয়া উচিত’, পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর]

জয়সওয়াল সমাজের প্রেসিডেন্ট টিএন জয়সওয়াল জানান,  গণবিবাহ অনুষ্ঠানে সেলাই মেশিন, প্রেসার কুকার ইত্যাদি উপহার দেওয়া হত৷ তবে এবার নতুন কিছু করার ইচ্ছা ছিল৷ সেই মতোই এই ‘টয়লেট সিট’ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ যার মূল উদ্দেশ্য হল উত্তরপ্রদেশের মানুষের মধ্যে বাড়িতে শৌচালয় নির্মাণের প্রচার করা৷ এখানেই শেষ নয়। তিনি আরও জানান, এবার আরও বেশি করে গণবিবাহের অনুষ্ঠান আয়োজন করবে তাঁদের সমাজ৷ সেখানেও পরিবেশ পরিষ্কার রাখার বার্তা দেওয়া হবে এবং পাশাপাশি চলবে স্বচ্ছ ভারত অভিযানের প্রচারও৷

The post গণবিবাহে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রচার, অভিনব উপহার দম্পতিদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার