shono
Advertisement

‘আমার অবস্থা ইরানের মাশা আমিনির মতো’, ট্রোলের শিকার হয়ে ক্ষুব্ধ উর্বশী

ঋষভ পান্থের সঙ্গে নাম জড়িয়ে বারবার ট্রোলের শিকার উর্বশী।
Posted: 05:32 PM Oct 13, 2022Updated: 05:34 PM Oct 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পান্থকে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় বার বার কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এই ট্রোল নিয়ে এতদিন চুপই ছিলেন উর্বশী। তবে এবার মুখ খুললেন, ইনস্টাগ্রামে নতুন পোস্ট করে অভিনেত্রী জানিয়ে দিলেন, গোটা ঘটনায় তাঁর বিরক্তির কথা। স্পষ্ট জানালেন, একজন মেয়ের প্রেমকে নিয়ে হাসাহাসি হচ্ছে। তিনি মোটেই ট্রোলের ফলে দুর্বল হবেন না। মনটা তাঁর নরম হলেও, সে দুর্বল নয়! এখানেই আটকে থাকলেন না উর্বশী (Urvashi Rautela)। তাঁর অবস্থার সঙ্গে তুলনা করলেন ইরানের মাশা আমিনির। । ইরানে হিজাব-কাণ্ডে রহস্যমৃত্যু হয় ২২ বছরের মাশা আমিনির। গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হন মাশা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। উর্বশীর কথায়, তাঁরও যদি এমনটা ঘটে!

Advertisement

ইনস্টাগ্রামে উবর্শী একটি ভিডিও পোস্ট করেছেন, সেই পোস্টের ক্যাপশনেই উবর্শী লিখলেন, ”আমি স্টকার? কেউ আমার জন্য ভাবে না। আমাকে কেউ সমর্থনও করে না। কেউ পাশে নেই আমার। এক জন শক্তিশালী নারী গভীর ভাবে ভালবাসতেও পারে। তাঁর কান্না তাঁর হাসির মতোই জোরালো। সে যেমন কোমল, তেমনই শক্তও। তাঁর মধ্যে বাস্তববোধ যেমন আছে, তেমনই ভাবের জগতেও ভাসেন।”

[আরও পড়ুন: পুড়ে ছাই এসকে মুভিজের গোডাউন, বিশাল ক্ষয়ক্ষতি, পাশে থাকার বার্তা টলিউড শিল্পীদের]

[আরও পড়ুন: ‘কে বলল আমরা আলাদা হতে চাই!’, রণবীরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অকপট দীপিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement