shono
Advertisement

কার রেসিংয়ে চলল গুলি, শিকাগোয় মৃত অন্তত ৩

অধরা হামলাকারী।
Posted: 02:16 PM Oct 24, 2022Updated: 02:43 PM Oct 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। শিকাগোয় একটি কার রেসিং প্রতিযোগিতায় চলল গুলি। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত তিনজন বলে খবর। গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন দু’জন। কেন এই হামলা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার শিকাগোয় একটি ড্র্যাগ রেসিং (বিশেষ ধরনের গাড়ি দৌড়) প্রতিযোগিতায় গুলি চলে। এদিন শহরের একটি রাস্তার দখল নিয়ে প্রতিযোগিতায় নামে প্রায় ১০০টি গাড়ি। রাস্তার মাঝেই বিপজ্জনক সব কসরৎ দেখাতে শুরু করে তারা। তখনই আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পাঁচজন। তাঁদের মধ্যে প্রাণ হারান তিনজন। বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শিকাগো প্রশাসনের অন্যতম কর্তা রেমন্ড লোপেজ বলেন, “এটা রাস্তায় শুধুমাত্র খেলা বা মজার বিষয় নয়। এটা রীতিমতো দুষ্কৃতীদের কাজ। এই ড্র্যাগ রেসিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে পুলিশকে।”

[আরও পড়ুন: আংশিক দৃষ্টিহীন রুশদি, অকেজো হাতও, জানালেন বুকার জয়ী লেখকের এজেন্ট]

এই ঘটনার বিষয়ে শিকাগো পুলিশের আধিকারিক ডন জেরোম বলেন, “ব্রাইটন পার্ক এলাকায় একটি রাস্তার দখল নিয়ে নেয় প্রায় ১০০টি গাড়ির একটি কারাভান। তখনই সেখানে গুলির আওয়াজ পাওয়া যায়। সবমিলিয়ে প্রায় ১৩টি গুলি চলেছে। খবর মেলার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনকে বাঁচানো যায়নি। হামলাকারীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

উল্লেখ্য, গত কয়েক বছরে আমেরিকায় (America) ক্রমেই বেড়েছে বন্দুকবাজের হামলা। কয়েক দিন আগেই ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে শিশুদের টার্গেট করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। স্বাভাবিক ভাবেই এই ধরনের ঘটনায় চাপ বেড়েছে বাইডেন প্রশাসনের উপরে। ক্রমশ কঠিন হয়েছে পরিস্থিতি। যেন তেন প্রকারেণ এই ধরনের হামলার হাত থেকে মুক্তি পেতে মরিয়া সাধারণ মার্কিন নাগরিকরা। এই ধরনের ঘটনা রুখতে একাধিক পদক্ষেপও করা হয়েছে। তবুও থামছে না এই ধরনের নারকীয় হামলা।

[আরও পড়ুন: লড়াইয়ে নেই বরিস, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে কার্যত নিশ্চিত ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement