shono
Advertisement

Breaking News

লস্করের ছাত্র সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’ঘোষণা আমেরিকার

পাক ভূমিতে কীভাবে ছাত্রদের মগজ ধোলাই করত জঙ্গি সংগঠনটি? The post লস্করের ছাত্র সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা আমেরিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Dec 29, 2016Updated: 11:42 AM Dec 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের চেহারা বদলায়, অভিসন্ধি বদলায় না৷ ঠিক এই কাজটাই করছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা৷ ছাত্র সংগঠনের আড়ালে বাড়িয়ে চলছিল নিজেদের শক্তি৷ সেই বাড়-বাড়ন্ত গোড়াতেই রুখতে তৎপর হল মার্কিন প্রশাসন৷ পাকিস্তানে লস্করের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হল৷ আমেরিকার নিষিদ্ধ ‘বিদেশি সংন্ত্রাসবাদী সংগঠনে’র তালিকাভুক্ত করা হল আল-মহম্মদিয়া ছাত্র সংগঠনকে৷

Advertisement

শুধু লস্করের ছাত্র সংগঠনই নয়, তাদের দুই শীর্ষ নেতা মহম্মদ সারওয়ার ও শাহিদ মহম্মদকেও সন্ত্রাসবাদী ঘোষণা করেছে আমেরিকা৷ জানা গিয়েছে এই দুই শীর্ষ নেতার কাজ ছিল লস্করের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা, সংগঠনের অর্থ সংগ্রহ করা এবং ছাত্রদের মগজ ধোলাই করে নিজেদের জঙ্গি সংগঠনে যোগদান করানো৷

২০০২ সালে লস্করকে নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার৷ কিন্তু তারপরও আইএসআই-এর প্রচ্ছন্ন মদতে বেড়ে উঠেছিল এই জঙ্গি সংগঠন৷ ফল, মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ৷ যাতে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন মানুষ৷ এর পর থেকেই ঘরে-বাইরের চাপে একটু দমে গিয়েছিল লস্কর৷ মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এই জঙ্গি সংগঠন৷ কখনও নাম পরিবর্তন করে, কখনও এরকম ছাত্র সংগঠনের মাধ্যমে৷

The post লস্করের ছাত্র সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা আমেরিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement