সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের ময়দানে রাশিয়াকে পালটা মার দিচ্ছে ইউক্রেন। এর পিছনে মদত রয়েছে আমেরিকা ও পশ্চিমের দেশগুলির। রুশ সেনাবাহিনীকে পরাস্ত করতে শক্তি জুগিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এই ‘কাউন্টার অফেন্সিভ’-এর তীব্রতা আরও বাড়াতে ফের কিয়েভের জন্য বড় অঙ্কের সামরিক প্যাকেজ ঘোষণা করল বাইডেন প্রশাসন।
রণক্ষেত্রে জেলেনস্কির ‘লিলিপুট’ বাহিনী রাশিয়াকে কতটা পালটা মার দিচ্ছে তা খতিয়ে দেখতে বুধবার কিয়েভ পৌঁছন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দু বাখমুট সংক্রান্ত নানা তথ্য তাঁর হাতে তুলে দেন জেলেনস্কি। এরপরই ‘কাউন্টার অফেন্সিভ’-এর তীব্রতা আরও শক্তিশালী করতে একশো কোটি ডলারের সামরিক প্যাকেজ ঘোষণা করলেন ব্লিঙ্কেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এই প্যাকেজে নানা ধরনের অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম, কামানের গোলা ও ট্যাঙ্ক বিধ্বংসী হাতিয়ার রয়েছে।
[আরও পড়ুন: রাশিয়াকে কতটা পালটা মার দিচ্ছে ইউক্রেন? খতিয়ে দেখতে কিয়েভ পৌঁছলেন ব্লিঙ্কেন]
গতকাল কিয়েভে পৌঁছে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার পর ব্লিঙ্কেন বলেন, “আমি ইউক্রেনের নেতৃত্ব, সেনাবাহিনী ও এ দেশের নাগরিকদের সাহসিকতা দেখে অভিভূত। ইউক্রেনীয় সেনার পালটা আক্রমণের ধারা দেখে আমি আপ্লুত। আমাদের নিশ্চিত করতে হবে এই ‘কাউন্টার অফেন্সিভ’ যেন দীর্ঘস্থায়ী হয়।” তিনি আরও বলেন, “আমি চাই ইউক্রেনে শক্তিশালী অর্থনীতি ও গণতন্ত্র গড়ে উঠুক। এর জন্য আমরা একযোগে কাজ করব।”এরপরই জানা গিয়েছিল, কিয়েভকে সামরিক সাহায্য ঘোষণা করতে পারে আমেরিকা।
উল্লেখ্য, এর আগেও ইউক্রেনকে ৭৭৫ মিলিয়ন (৭৭ কোটি ৫০) ডলারের অস্ত্র দিয়েছিল আমেরিকা। জেলেনস্কি বাহিনীকে অত্যাধুনিক হিমারস রকেট সিস্টেম, কামান ও ল্যান্ড মাইন খোঁজার যন্ত্র দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই প্যাকেজে ছিল ১৫টি স্ক্যান ঈগল ড্রোন, ৪০টি মাইন প্রোটেক্টেড গাড়ি, ১ হাজার ৫০০টি গাইডেড মিসাইলও। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে এই প্যাকেজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন এক শীর্ষ আমলা। এই আবহে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সংঘাতের সম্ভাবনা ক্রমে বাড়ছে।