shono
Advertisement

পান্নুন কাঁটা অতীত! ভারতকে ‘ঘাতক’ ড্রোন বেচতে রাজি আমেরিকা

সোলেমানি-জাওয়াহারি নিধনকারী মার্কিন 'প্রিডেটর ড্রোন' আসছে ভারতের হাতে।
Posted: 04:16 PM Feb 03, 2024Updated: 04:18 PM Feb 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ভারতের ড্রোন চুক্তি আটকাতে পারল না পান্নুন কাঁটা-ও। খুব শীঘ্রই নয়াদিল্লির হাতে আসতে চলেছে সোলেমানি-জাওয়াহারি নিধনকারী মার্কিন ‘প্রিডেটর ড্রোন’ এমকিউ-নাইন বি (MQ-9B)। ভারতকে অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিতে বাদ সেধেছিলেন ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান তথা মার্কিন সেনেটের প্রভাবশালী সেনেটর বেন কার্ডিন। তবে জো বাইডেন প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সেই আপত্তি তুলে নিলেন তিনি। ফলে দ্রুতই ভারতের হাতে আসছে ৩১টি অত্যাধুনিক ‘প্রিডেটর ড্রোন’।

Advertisement

কী কারণে আপত্তি জানিয়েছিলেন বেন কার্ডিন? সম্প্রতি মার্কিন রিপোর্টে বলা হয়েছিল, আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, নাম না করে রিপোর্টে গুরপতবন্ত সিং পান্নুনের কথাই তুলে ধরা হয়েছিল। ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। মার্কিন সরকারি কৌশলী অভিযোগ এনেছিলেন, ভারতীয় সরকারের এক কর্মীর সঙ্গে জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেন ভারতীয় যুবক। এর পরই ড্রোন সরাবরাহ নিয়ে আপত্তি তোলেন কার্ডিন। তাঁর দাবি ছিল,  পুরো বিষয়টির সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত এবং সাম্প্রতিক পরিস্থিতিতে নয়াদিল্লিকে ড্রোন সরবরাহ করা উচিত হবে না ওয়াশিংটনের। শর্ত ছিল, মার্কিন বিচারবিভাগের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে নয়াদিল্লিকে।

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে আলাপ, তরুণীর খাবারে মাদক মিশিয়ে গণধর্ষণ ‘বন্ধু’র!]

এদিন কার্ডিন জানিয়েছেন, বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। বাইডেন প্রশাসন তাঁকে জানিয়েছে, পান্নুনকে হত্যার চেষ্টার ষড়যন্ত্রের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি। এর পরই মার্কিন সেনেটর নিজের অবস্থান বদল করেন। তার পর ভারত-মার্কিন ড্রোন চুক্তিতে সবুজ সংকেত মিলল। দ্রুতই ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হবে ৩.৯৯ বিলিয়ন ডলার অর্থার ৩০০ কোটি ডলার মূল্যের ৩১টি নজরদারি ড্রোন। এর মধ্যে ১৫টি সি গার্জিয়ান পাবে নৌবাহিনী এবং ৮টি করে স্কাই গার্জিয়ান পাবে বায়ুসেনা ও স্থলবাহিনী।

কী বিশেষত্ব আছে এই ড্রোনগুলিতে?

  • নজরদারি ফাঁকি দিয়ে মাটির মাত্র আড়াইশো মিটার উপর দিয়ে উড়তে পারে।
  • ২ হাজার কিলোমিটার দূরে টার্গেটে হামলা করতে প্রস্তুত।
  • ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টা ধরে একটানা উড়তে পারে।
  • সর্বোচ্চ বহন ক্ষমতা ১ হাজার ৭৪৬ কিলোগ্রাম।
  • বর্তমানে আমেরিকা ছাড়া এই প্রিডেটর ড্রোন ব্যবহার করে ইতালি, ফ্রান্স ও স্পেন। এবার সেই তালিকায় জুড়বে ভারতের নাম।

[আরও পড়ুন: আড়ালে বসে ষড়যন্ত্র, ‘পিকচারে’ না থেকেও নিয়োগ দুর্নীতির মূল মাথা পার্থই! বিস্ফোরক CBI]

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমর, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান বায়তুল্লা মেহসুদ, আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ, ইরানের জেনারেল কাশেম সোলেমানি এবং আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করেছে এই ড্রোন। এবার চিনের লালফৌজের চোখ রাঙানির মাঝেই ভারতীয় সেনা পেতে চলেছে এই এমকিউ-নাইন বি ড্রোন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement