shono
Advertisement
Ukraine Russia

মার্কিন অস্ত্র নিয়েই এবার রাশিয়ায় জোরদার হামলা ইউক্রেনের, অনুমতি দিলেন বাইডেন!

দীর্ঘদিন ধরেই রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি চাইছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
Published By: Anwesha AdhikaryPosted: 11:10 AM Nov 18, 2024Updated: 11:10 AM Nov 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করে এবার রাশিয়ার উপরে হামলা চালাতে পারবে ইউক্রেন! সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর থেকেই নতুন নির্দেশিকা জারি হয়েছে। উল্লেখ্য, দুবছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা অস্ত্র দিয়ে কিয়েভকে সাহায্য করেছে। কিন্তু সেই অস্ত্র ব্যবহার করে রাশিয়াকে আক্রমণ করা যাবে না বলেই নিষেধাজ্ঞা চাপিয়েছিল ওয়াশিংটন।

Advertisement

সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মাসদুয়েক পরে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এহেন পরিস্থিতিতে আচমকাই ইউক্রেনের অস্ত্রনীতিতে বদল আনল আমেরিকা। সূত্র মারফত জানা গিয়েছে, মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপরে হামলা করার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে হোয়াইট হাউস। তার পরেই আগামী দিনে রাশিয়ার উপরে বড়সড় আঘাত হানার ছক কষতে শুরু করেছে ইউক্রেনীয় সেনা। খুব গোপনেই এই হামলার পরিকল্পনা চলছে ইউক্রেনে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি চাইছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশেষে বিদায়বেলায় ইউক্রেনকে সেই অনুমতি দিয়ে গেলেন বাইডেন। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন ট্রাম্প। দীর্ঘদিন ধরেই তিনি বলেছেন যে ক্ষমতায় থাকলে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতেন। বাইডেনের এই সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করেন কিনা সেদিকেও নজর থাকবে।

কেন আচমকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন বাইডেন? জানা গিয়েছে, উত্তর কোরিয়ার স্থলসেনা মোতায়েন করে নিজের বাহিনিকে আরও শক্তিশালী করে তুলছে রাশিয়া। সীমান্তবর্তী এলাকায় বেশ সাফল্যও পেয়েছে রুশ বাহিনি। সূত্রের খবর, এহেন পরিস্থিতিতে খানিকটা আতঙ্কিত হয়েই ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে আমেরিকা। যদিও এই বিষয়টিকে হিংসা বাড়ানোর চেষ্টা হিসাবেই দেখছে রাশিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুবছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা অস্ত্র দিয়ে কিয়েভকে সাহায্য করেছে।
  • সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মাসদুয়েক পরে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।
  • উত্তর কোরিয়ার স্থলসেনা মোতায়েন করে নিজের বাহিনিকে আরও শক্তিশালী করে তুলছে রাশিয়া।
Advertisement