shono
Advertisement

পাক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরই কাশ্মীর ইস্যুতে সুর বদল ট্রাম্প প্রশাসনের

কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর আরজি মার্কিন বিদেশ দপ্তরের৷ The post পাক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরই কাশ্মীর ইস্যুতে সুর বদল ট্রাম্প প্রশাসনের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:04 PM Sep 27, 2019Updated: 01:04 PM Sep 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের পরই সুর পালটে গেল মার্কিন প্রশাসনের৷ ইসলামাবাদকে খুশী করতে, ভারতকে দ্রুত কাশ্মীরের স্বাভাবিক অবস্থা ফেরানোর আরজি জানালেন মার্কিন বিদেশ দপ্তরের দক্ষিণ এশিয়া দপ্তরের শীর্ষ আধিকারিক অ্যালিস ওয়েলস৷ নয়াদিল্লির উপর ভরসা রেখে বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘আমরা আশার করব খুব দ্রুত কাশ্মীরের অবস্থা স্বাভাবিক হবে৷ সমস্ত বিধিনিষেধ উঠে যাবে৷ এবং যাঁদের এখনও পর্যন্ত আটক করা
হয়েছে, তাঁদের মুক্তি দেওয়া হবে৷’’

Advertisement

[ আরও পড়ুন: চাঁদের কোন অংশে নেমেছিল ল্যান্ডার বিক্রম? ছবি পোস্ট করে নয়া তথ্য দিল নাসা ]

এখানেই শেষ নয়, ভারত আগেই নাকচ করে দিলেও, এদিন আরও একবার মার্কিন প্রেসিডেন্টের হয়ে মধ্যস্থতার পক্ষে সওয়াল করেন তিনি৷ সরাসরি জানান, ভারত-পাকিস্তান উভয়ই চাইলে, মধ্যস্থতা করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন বিদেশ মন্ত্রকের এই শীর্ষ আধিকারিক বলেন, ‘‘কাশ্মীরে যে ধরনের ধড়পাকড় চলেছে, তাতে চিন্তিত আমেরিক৷ ওখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ আমরা আশা করল দ্রুত
অবস্থার উন্নতি হবে৷ ভারত সরকার কাশ্মীরের অবস্থাকে স্বাভাবিক করে তুবলে৷ এবং যথা সময়ে সেখানে নির্বাচনও অনুষ্ছিত হবে৷’’

[ আরও পড়ুন: হাফিজ সইদকে প্রয়োজনীয় টাকা তুলতে দেওয়া হোক, রাষ্ট্রসংঘের কাছে আবেদন পাকিস্তানের ]

মার্কিন প্রশাসনের গলায় এই উলটো সুর শুনে স্বভাবতই স্মম্ভিত কূটনৈতিক মহল৷ কারণ, ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের ৪৮ ঘণ্টার নিউইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হয়ে মোদি সরকারের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প৷ প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে ট্রাম্প সাফ জানান, পাকিস্তানের মাটি থেকে উদ্ভূত সন্ত্রাস সহজেই রুখতে সক্ষম মোদি। কাশ্মীর সমস্যার সমাধানও তিনিই করতে পারবেন। মোদির চেয়ে ভালভাবে আর কে’ই বা পারবেন? ট্রাম্পের এই কথার অর্থ, তিনি নিজে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা তো করছেনই না। বরং মোদি কাশ্মীর নিয়ে যা পদক্ষেপ করবেন তাতেই তাঁর সায়ও আছে।

The post পাক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরই কাশ্মীর ইস্যুতে সুর বদল ট্রাম্প প্রশাসনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার